ছাত্রী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি হার ২০২২ । স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির কোটা বন্টন পদ্ধতি
মেধাবৃত্তি ও সাধারণ বৃদ্ধি হার ২০২২ – স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২২-২০২৩ – মাসিক মেধাবৃত্তি মাসিক ১১২৫ টাকা
শিক্ষা বৃত্তির পরিমাণ যেভাবে নির্ধারিত হয় – শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩,০০,০০০০.০৭১,০৮,০০১,০৫-১১২, তারিখঃ ০৪/০২/২০১৬ মােতাবেক রাজস্ব খাতভুক্ত ব্যক্তির সংখ্যাকোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিয়ে উল্লিখিত সংখ্যা ও হার অনুযায়ী স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থবছরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ ব্যক্তির কোটা বণ্টন করা হয়েছে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা ২০২২
মেধা বৃত্তির সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫, রাজশাহী ২৬, চট্টগ্রাম ১৮, জাহাঙ্গীরনগর ১৬, শাহজালাল ১২, খুলনা ১২ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ১৩। মেধা বৃত্তির ক্ষেত্রে মাসিক ১১২৫ টাকা এবং এককালীন ১৮০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।
সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক ৪৫০ টাকা হারে এবং এককালীন ৯০০ টাকা মোট ১২ মাস বৃত্তি প্রদান করা হবে।
শুধুমাত্র ছাত্রীদের এ বৃত্তি দেওয়া হবে / উপযুক্ত ছাত্রীদের পাওয়া না গেলে ছাত্রদের প্রদান করা হবে
মোট সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ শিক্ষা বৃত্তি প্রযোজ্য হইবে
এই বৃত্তির ব্যয় চলতি (২০১২-২০১৩) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২০১-১০৮৭১৭-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত ব্যক্তির গেজেট উল্লিখিত খাতকোত্ত নম্বর সঠিকভাবে মুদ্রণ করতে হবে।
মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্তির শর্তাবলী ২০২২
- জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।
- বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এব সাধারণ বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% স্থায়ী হিসেবে বন্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।
- বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভােগের যোগ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষা অধিদপ্তরের কি নির্দেশনা রয়েছে?
শিক্ষা বৃত্তির নির্দেশনা ২০২২– ব্যক্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বটন মােতাবেক আগামী ১১/০৮/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই-মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা হচ্ছে মেধা/সাধারণ বৃত্তির জনা নির্বাচিত শিক্ষার্থীদের Mis Software-এ তথ্য এন্ট্রির সময়সীমা পরবর্তীতে বিজ্ঞপ্তি মারফত যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
ছাত্রী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি হার ২০২২ । স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির কোটা বন্টন পদ্ধতি সূত্র: ডাউনলোড