প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, আজ থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৯০ মিনিটের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সকল জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়ম
প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট admit.dpe.gov.bd থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
পদ্ধতি ১: আবেদনের সময় প্রাপ্ত ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড ব্যবহার করে।
পদ্ধতি ২: প্রার্থীর এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে।
অধিদপ্তর থেকে প্রার্থীদের মোবাইল নম্বরেও এই সংক্রান্ত এসএমএস পাঠানো শুরু হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখা বাধ্যতামূলক।
কড়া নিরাপত্তা ও নির্দেশনা
পরীক্ষায় জালিয়াতি রোধে অধিদপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে:
ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ: কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কান উন্মুক্ত রাখা: ব্লুটুথ বা স্পাই ইয়ারফোন শনাক্ত করতে পরীক্ষার্থীদের কান উন্মুক্ত রাখতে হবে।
তল্লাশি: কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে।
আকাশচুম্বী প্রতিযোগিতা
এবারের নিয়োগ পরীক্ষায় পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তথ্য অনুযায়ী:
মোট পদ: ১৪,৩৮৫টি।
মোট আবেদনকারী: ১০,৮০,০৮০ জন।
প্রতিযোগিতা: গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন প্রার্থী লড়াই করবেন।
উল্লেখ্য, গতকাল (২৬ ডিসেম্বর) প্রশ্ন ফাঁসের গুজবে হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত হলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো ধরনের প্রতারক চক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।


