বিদ্যুৎ খাতে কর অব্যাহতি ২০২৩ । বিদ্যুৎ উৎপাদন ব্যবসা হইতে অর্জিত আয়ের উপর ২০৩৬ সাল পর্যন্ত কর ছাড়!
বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গতি আনতে এ খাতে ব্যাপক কর ছাড় প্রদান করা হয়েছে-এতে করে বড় বড় কোম্পানি গুলো বিদ্যুৎ উৎপাদনে লেগে যেতে পারে – বিদ্যুৎ খাতে কর অব্যাহতি ২০২৩
আয়কর আইন সংশোধনী –সরকার, Income-tax Ordinance, 1984 ( Ordinance No. XXXVI of 1984) এর section 44 এর sub-section (4) এর clause (b)-তে প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ব্যতীত, যে সকল Private Power Generation কোম্পানির উপর কর অব্যাহতি প্রদান করা হয়েছে তার মধ্যে বেসরকারি কোম্পানিকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন কোম্পানির আয়ে কর ছাড় আছে? হ্যাঁ। বাণিজ্যিক উৎপাদন ৩০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে আরম্ভ হইবে, সেই সকল কোম্পানিকে নিম্নবর্ণিত ক্ষেত্ৰসমূহে উক্ত Ordinance এর অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি প্রদান করিল, যথা:- (ক) কোম্পানির কেবল বিদ্যুৎ উৎপাদন ব্যবসা হইতে অর্জিত আয়ের উপর, উহাদের বাণিজ্যিক উৎপাদনের তারিখ হইতে ৩০ জুন, ২০৩৬ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত, (খ) কোম্পানিতে কর্মরত বিদেশি ব্যক্তিগণের আয়ের উপর, বাংলাদেশে তাহাদের আগমনের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসরের জন্য এবং (গ) কোম্পানি কর্তৃক গৃহীত বৈদেশিক ঋণের উপর প্রদেয় সুদের উপরও কর অব্যাহতি প্রদান করা হয়েছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ব্যতীত, যে সকল Private Power Generation কোম্পানির ক্ষেত্রে অব্যাহতি প্রযোজ্য । কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কার্যকর হবে না।
কোম্পানি কর্তৃক প্রদেয় royalties, technical know-how and technical assistance fees এর উপর; এবং কোম্পানির শেয়ার হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনী মুনাফার উপর; বাণিজ্যিক উৎপাদন ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে আরম্ভ হইবে, সেই সকল কোম্পানিকে কেবল বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর উক্ত Ordinance এর অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিদ্যুৎখাতে কর অব্যাহতির ক্ষেত্রসমূহ ও বিধান
আয়কর অব্যাহতির ধাপসমূহ । কর অব্যাহতির মেয়াদ ও হার দেখুন
- বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হইতে প্রথম ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বৎসর) 100%
- পরবর্তী ৩ (তিন) বৎসর পর্যন্ত (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম বৎসর) 50%
- পরবর্তী ২ (দুই) বৎসর পর্যন্ত (নবম ও দশম বৎসর) 25%
আয়কর অব্যাহতির হার কবে থেকে কার্যকর?
কর অব্যাহতিপ্রাপ্ত কোম্পানিকে যথাযথভাবে হিসাব সংরক্ষণ করিতে হইবে এবং উক্ত Ordinance এর বিধানাবলি পরিপালন করিতে হইবে; এবং (*) Private Sector Power Generation Policy of Bangladesh 4 fráfa সকল শর্ত পূরণ করিতে হইবে এবং উক্ত Policy-তে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিসমূহ পরিচালিত হইতে হইবে।
০১ জুলাই, ২০১৩ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস. আর. ও নং-২১১-আইন/আয়কর/ ২০১৩, ৯ জানুয়ারি, ২0২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস. আর. ও. নং-০৫-আইন/আয়কর/ ২০২০ এবং ০১ জুলাই, ২০১৩ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস. আর. ও নং-২১২-আইন/ আয়কর/২০১৩ এতদ্বারা রহিত করা হইল এবং এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।