বর্তমান সরকার অনিবন্ধিত মোবাইল অচল করে দেয়ার জন্য আইএমইআই নম্বর ব্যবহার করে সনাক্ত করছে। তাই বিদেশ থেকে আনা বা আনঅফিসিয়াল ফোনগুলো এখন আর ব্যবহার করতে পারবেন না। তাই আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকুন।
মোবাইল কেনার আগে বৈধকিনা চেক করবেন যেভাবে
১। যে কোন সিম চালু করে মেসেজ অপশনে যান।
২। KYD<স্পেস> মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন।
৩। মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠান। ফিরতি মেসেজে হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
৪। আইএমইআই নম্বর জানা না থাকলে *#০৬# এ ডায়াল করুন।
৫। neir.btrc.gov.bd ওয়েব লিংকে এবং মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এই সেবা পাওয়া যাবে।
তাই বিটিআরসি’র স্টিকার দেখে এবং আপনি ম্যানুয়ালি উপরের ইনস্ট্রাকশনগুলো মেনে তারপর মোবাইল কিনুন এতে করে আপনি এবং দেশ উপকৃত হবে।
আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত কিনা কীভাবে জানবেন: ডাউনলোড