যদি আপনি সঞ্চয়পত্রেও জমা রাখেন তবে ৫ বছরেও দ্বিগুন হবে না। সাধারণত ১১% সঞ্চয়পত্র মুনাফা ৯-১০ বছরে আপনার অর্থ দ্বিগুণ হবে কিন্তু আপনি যদি সোনালী ব্যাংকের Triple Benefit Scheme বা ট্রিপল বেনিফিট স্কীম গ্রহণ করেন যদি আপনি আপনার অর্থ ১২ বছর তিনগুন করে ফেলতে পারবেন।
লং টার্ম বিনিয়োগকারীদের জন্য ট্রিপল বেনিফিট স্কীম
যেহেতু মুনাফার হার ৩-৯.৬% পর্যন্ত এক্ষেত্রে অর্থ খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। প্রতিবছরের জমাকৃত অর্থের উপর পরবর্তী বছর মুনফা গণনা করা হয়। এক্ষেত্রে যদি আপনি লং টাইমের জন্য অর্থ বিনিয়োগের চিন্তা করেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ট্রিপল বেনিফিট স্কীম (TBS) স্কীমটি গ্রহণ করুন। ৯.৬০% (চক্রবৃদ্ধি) হারে ১২ বছর পূর্তিতে আপনার এককালীন বিনিয়োগ৩ গুন হবে।
যদিও আপনার মোট মুনাফা হতে প্রযোজ্য হারে উৎসে কর এবং আবগারী শুল্ক হিসাবধারীর নিকট হতে আদায় যোগ্য। তবুও এ ধরনের স্কীম আপনার জন্য ভাল সুফল বয়ে আনবে। যদি আপনি প্রতিমাসের মুনাফা ভোগ করতে চান তবে এই স্কীমটি আপনার জন্যে নয়। যদি কেবল দীর্ঘ মেয়াদী সময়ের জন্য অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনি এই স্কীমে বিনিয়োগ করতে পারেন।
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হলে নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে
|
সূত্র: সোনালী ব্যাংক লিমিটেড