Triple Benefit Scheme

ট্রিপল বেনিফিট স্কীম: ১ লক্ষ টাকা জমা করলে পাবেন ৩ লক্ষ টাকা।

যদি আপনি সঞ্চয়পত্রেও জমা রাখেন তবে ৫ বছরেও দ্বিগুন হবে না। সাধারণত ১১% সঞ্চয়পত্র মুনাফা ৯-১০ বছরে আপনার অর্থ দ্বিগুণ হবে কিন্তু আপনি যদি সোনালী ব্যাংকের Triple Benefit Scheme বা ট্রিপল বেনিফিট স্কীম গ্রহণ করেন যদি আপনি আপনার অর্থ ১২ বছর তিনগুন করে ফেলতে পারবেন। 

লং টার্ম বিনিয়োগকারীদের জন্য ট্রিপল বেনিফিট স্কীম

যেহেতু মুনাফার হার ৩-৯.৬% পর্যন্ত এক্ষেত্রে অর্থ খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। প্রতিবছরের জমাকৃত অর্থের উপর পরবর্তী বছর মুনফা গণনা করা হয়। এক্ষেত্রে যদি আপনি লং টাইমের জন্য অর্থ বিনিয়োগের চিন্তা করেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ট্রিপল বেনিফিট স্কীম (TBS) স্কীমটি গ্রহণ করুন। ৯.৬০% (চক্রবৃদ্ধি) হারে ১২ বছর পূর্তিতে আপনার এককালীন বিনিয়োগ৩ গুন হবে। 

যদিও আপনার মোট মুনাফা হতে প্রযোজ্য হারে উৎসে কর এবং আবগারী শুল্ক হিসাবধারীর নিকট হতে আদায় যোগ্য। তবুও এ ধরনের স্কীম আপনার জন্য ভাল সুফল বয়ে আনবে। যদি আপনি প্রতিমাসের মুনাফা ভোগ করতে চান তবে এই স্কীমটি আপনার জন্যে নয়। যদি কেবল দীর্ঘ মেয়াদী সময়ের জন্য অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনি এই স্কীমে বিনিয়োগ করতে পারেন।

ট্রিপল বেনিফিট স্কীম (TBS)

(ক) হিসাবের মেয়াদকালঃ:১২ ( বার বছর)
(খ) এককালীন জমার পরিমাণঃ:৫০,০০০.০০ বা এর গুণিতক
(গ) মুনাফার হার এবং প্রাপ্য অর্থের পরিমান:৯.৬০% (চক্রবৃদ্ধি)। ১২ বছর পূর্তিতে ৩ গুন হবে। তবে প্রযোজ্য হারে উৎসে কর এবং আবগারী শুল্ক হিসাবধারীর নিকট হতে আদায় যোগ্য।
মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হলে নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে

ট্রিপল বেনিফিট স্কীম (TBS)
Triple benefit scheme
সময় কালমুনাফার হার ১০.০০% (চক্রবৃদ্ধি)
৬ মাস পূর্তিতে৩.০০ % সরল মুনাফা
১ বছর পূর্তিতে৪.০০ % সরল মুনাফা
২ বছর পূর্তিতে৪.৫০ % সরল মুনাফা
৩ বছর পূর্তিতে৫.০০ % সরল মুনাফা
৪ বছর পূর্তিতে৬.০০ % সরল মুনাফা
৫ বছর পূর্তিতে৬.৫০ % সরল মুনাফা
৬ বছর পূর্তিতে৭.০০ % সরল মুনাফা
৭ বছর পূর্তিতে৭.৫০ % সরল মুনাফা
৮ বছর পূর্তিতে৮.০০ % সরল মুনাফা
৯ বছর পূর্তিতে৮.৫০ % সরল মুনাফা
১০ বছর পূর্তিতে৯.০০ % সরল মুনাফা
১১ বছর পূর্তিতে৯.৫০ % সরল মুনাফা
১২ বছর পূর্তিতে৯.৬০ % চক্রবৃদ্ধি মুনাফা
আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।

সূত্র: সোনালী ব্যাংক লিমিটেড

অবসর সঞ্চয় স্কীম দেখে আসতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *