কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠির একই পরিবারের একাধিক সদস্যের করোনা সনাক্তকরণ পরীক্ষা কষ্টকর বিবেচনায় জুলাই/২০২১ মাসে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করা হয়েছিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য সেবা বিভাগ
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.hsd.gov.bd
স্মারক নং-৪৫.০০.০০০০.১৬০.৯৯.০১৪.১৮(অংশ)-৭০৩; তারিখ: ০৯-০৮-২০২১
বিষয়: আগস্ট/২০২১ মাসে দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ সনাক্তকরণ বিনামূল্যেকরণ প্রসঙ্গে।
সূত্র: ১। স্বাস্ত্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার ০১/০৭/২০২১ তারিখের ৫৭৯ সংখ্যকপত্র।
২। স্বাস্থ্য অধিদপ্তরের ২৯/০৭/২১ তারিখের ১৪৫১ সংখ্যকপত্র।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠির একই পরিবারের একাধিক সদস্যের করোনা সনাক্তকরণ পরীক্ষা কষ্টকর বিবেচনায় জুলাই/২০২১ মাসে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করা হয়েছিল। বর্তমানেও করোনাভাইরাসের সংক্রমণের প্রকৌপ অব্যাহত থাকায় আগস্ট/২০২১ মাসেও দেশের দরিদ্র জনগণের COVID-19 RT-PCR টেস্ট ও Rapid Antigen Test সম্পূর্ণ বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ড. বিলকিস বেগম
উপসচিব
ফোন: ৯৫৫৬৯৮৯
দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ সনাক্তকরণ আগস্ট/২১ মাসে বিনামূল্যে সংক্রান্ত: ডাউনলোড