ফ্রি কারিগরি প্রশিক্ষণ ২০২৩ । প্লাম্বিং, টাইলস এবং পেইন্টিং সহ বেশি কয়েকটি কোর্স সেইপ আয়োজন করেছে

ফ্রি কারিগরি প্রশিক্ষণ ২০২৩ । প্লাম্বিং, টাইলস এবং পেইন্টিং সহ বেশি কয়েকটি কোর্স সেইপ আয়োজন করেছে

কারিগরি এসব প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় ভাতা প্রদান করা হবে এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে – ফ্রি কারিগরি প্রশিক্ষণ ২০২৩

নারী ও পুরুষ উভয়ই কি আবেদন করতে পারবে? – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় SKILLS FOR EMPLOYMENT INVESTMENT PROGRAM (SEIP) প্রকল্পের অধীনে BANGLADESH ASSOCIATION OF CONSTRUCTION INDUSTRY (BACI) এর তত্ত্বাবধানে দেশে ও বিদেশে নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করার জন্য বর্ণিত ট্রেডসমূহে ৩ (তিন) মাস মেয়াদি ৩৬০ ঘন্টার ট্রেনিং গ্রহণে আগ্রহী বাংলাদেশি নারী/পুরুষ এর নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।

ট্রেনিং এর বিশেষত্ব কি? প্রশিক্ষণ চলাকালীন টিকিন ও যাতায়াত ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ট্রেনিং শেষে দেশে এবং বিদেশে চাকরি সহায়তা প্রদান করা হবে। কোভিভ-১৯ সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি সকল নির্দেশনা অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আগ্রহী শিক্ষার্থীগণকে যেসকল প্রতিষ্ঠানসমূহে অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে- স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) (বিএসিআই এর একটি অঙ্গ প্রতিষ্ঠান), ৬৯২/বি, বড় মগবাজার রেল ক্রসিং (তালতলা গলি), রমনা, ঢাকা-১২১৭ ফোন: ০২-৫৮৩১৫৬৯৮, ০১৭২৯ ১৯১৯০৯, ০১৮১৯৪৭৭৯৯৮। মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এ্যান্ড ট্রেনিং স্কুল (মট্‌স) পল্লবী, মিরপুর-১২, ঢাকা। ফোন: ০১৭১১ ৩৬৬ ৮৬১। আল-ইসলাম টেকনিক্যাল এ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট (এটিইআই) আকপারা, সাভার, ঢাকা। ফোন: ০১৭০৮০২৪৭১০। সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (এসআইএমটি) মাটিডালি, বিমান মোড়, বগুড়া। ফোন: ০১৯৩৬ ০০২ ৮৮৭, ০১৯৩৬০০২ ৮৮৯।

দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি) পাহাড়পুর (শহীদ মিনার সংলগ্ন), দিনাজপুর-৫২০০ ফোন: ০১৭১৯ ৩৪৬ ৫১৪, ০১৭২৭৪৪৬৮৩৩। কম্প্যাক্ট ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (কম্প্যাক্ট আইএসডি) সরোজগঞ্জ (বাস স্ট্যান্ড), চুয়াডাঙ্গা-৭২০০। ফোন: ০১৭১২ ৭৫৯ ৭৯০, ০১৯৭২৭৫৯৭৯০। গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউট (জিএমপিআই) ইসলামপারা, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ ফোন: ০১৭১২ ৭৩৪১৪৬, ০১৭১৬ ৪৬৯ ৫৩৮।

রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি), বিরুলিয়া, সাভার, ঢাকা। ফোন: ০১৭৭৭৭৬৫ ৪০২, ০১৭৫৩ ৫৭০৪৪০। ডলফিন ট্রেনিং সেন্টার (ডিটিসি) নরসিংহপুর, আশুলিয়া, সাভার। ফোন: ০১৮৮৯ ৯৮১ ০৪৪, ০১৮৮৯ ১৮১০৪৮। সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি) ১৬১, কেডিএ জলিল সরণি (রায়ের মহল অংশ), বয়রা, খুলনা-৯০০০ ফোন: ০১৭৬৪ ১৯৮ ৮৫৫ ০১৭১৪০৮০০৯৯। ভিউ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (তিকেপিকে) ১৩/১, নামো-দা, চন্দ্রিমা, রাজশাহী ফোন: ০১৭১৯ ৩৬৩ ৫৩৪, ০১৬১৯ ৩৬৩ ৫৩৪। বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট হরিপুর, বুড়িচং, কুমিল্লা ফোন: ০১৭১১ ১০২ ৬৫৮, ০১৮৭৯ ৫৫৯ ৮৭১।  ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) গোবিন্দনগর, ঠাকুরগাও ফোন: ০১৭৫০ ১৯৬ ৬৯০, ০১৭১৩১৪৯ ৩৬০।

কারিগরি শিক্ষা গ্রহণ করি স্বাবলম্বী হই / বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই)

নারী/দরিদ্র জনগোষ্ঠী/ প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী/সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং অদক্ষ শ্রমিকদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

Caption: Source of information

কারিগরি প্রশিক্ষণ ২০২৩ । যে সকল ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে

  1. ম্যাসনরি
  2. প্লাম্বিং
  3. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এ্যান্ড মেইন্টেন্যান্স
  4. টাইলস্ এ্যান্ড মার্বেল ওয়ার্কস
  5. স্টীল বাইন্ডিং এ্যান্ড ফেব্রিকেশন অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন
  6. পেইন্টিং
  7. ডাক্ট ফিটিং ফর এসি এ্যান্ড ভ্যান্টিলেশন
  8. সাটারিং এ্যান্ড স্ক্যাফোল্ডিং
  9. ক্রেইন এ্যান্ড ফর্কলিফট অপারেশন
  10. রোড রোলার অপারেশন

সারা দেশেই কি উক্ত প্রশিক্ষণগুলো নেয়া যাবে?

হ্যাঁ সারা দেশেই। তবে এক্ষেত্রে নির্ধারিত কিছু প্রতিষ্ঠানেই উপরোক্ত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। সেইপ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠানগুলোতে কিছু কারিগরি যন্ত্রাংশ প্রয়োজন হবে তাই ইচ্ছা থাকলেও সারা দেশের সকল প্রতিষ্ঠানে কোর্সগুলো চালু করা যায় না। তাই নির্ধারিত বা তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোতেই যোগাযোগ করে ভর্তি হতে হবে।

Caregiving Course 2023 । আবাসিক কেয়ার গিভিং ফ্রি কোর্সে থাকা খাওয়াসহ প্রশিক্ষণ ভাতা পাওয়া যাইবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *