বাংলাদেশের ডাক্তারদের এসোসিয়েশন কর্তৃক একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে ছবি ও ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্য দেয়া থাকে- ঐখানে তথ্য না পেলে বুঝতে হবে তিনি ডাক্তার নন –ভুয়া ডাক্তার চেনার উপায় ২০২৪
ডাক্তার ভূয়া কিনা চেক করা যায়? হ্যাঁ। – বাংলাদেশের Bmdc নামক ওয়েবসাইট আছে, এটি শুধুমাত্র গ্রাজুয়েট রেজিস্টার্ড ডাক্তারদের জন্য। সেখানে ডাক্তারের লাইসেন্স নং দিলে তার ঠিকুজি জানা যাবে। কোন বিশেষজ্ঞ হলে উক্ত রোগ সংস্থার যেমন, কিডনি বা চক্ষু রোগের চিকিৎসার জন্য তাঁদের নিজস্ব সোসাইটি তে অন্তর্ভুক্ত কিনা তা যাচাই করা। ভুয়া ডাক্তার চেনার উপায় এটিই। তাছাড়া আপনি যদি তার রেজিস্ট্রেশন নম্বর তার কাছে চান তিনি দিতে বাধ্য।
বিএমডিসি কি?– বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই আইনের নাম বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ১৯৭৩। ঢাকার বিজয় নগরে বিএমডিসির প্রধান কার্যালয় অবস্থিত। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের অনুমোদন দেয় বিএমডিসি। এখন অনলাইনে ডাটাবেইজ উন্মুক্ত থাকায় বিএমডিসি নম্বর দিয়েই মুহুর্তে প্রকৃত ডাক্তার শনাক্ত করা যাবে।
এমবিবিএস ডাক্তার মানে কি? চিকিৎস্য বিজ্ঞানে প্রথম ডিগ্রী কোর্স পোড়ানো হতো যুক্তরাষ্ট্রে (ব্রিটেন ), MBBS ল্যাটিন নামকরণ থেকে এসেছে / সম্পূর্ণ নাম Medicinae Baccalaureus Baccalaureus Chirurgiae (ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি), কিন্তু MBBS পাঠ্যক্রমএ সব দেশে MBBS লেখেও না, কেউ কেউ BMBS ও লেখে (University of Exeter )/ কোথাও কোথাও আবার স্নাতক চিকৎস্য বিজ্ঞান কে MB ChB, BMBS, MB BCh, MB BChir and BM BCh লিখে থাকেন।
ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এখন অনলাইনে যাচাই বা চেক করা যায় – BMDC Registration check online
ঔষধের প্যাকেটে লেখা থাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য। রেজিস্টার্ড ডাক্তার হচ্ছে যারা বিএমডিসি’র রেজিস্টার্ডভূক্ত থাকে। ডাক্তার হলে সে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকবে। তাছাড়া ডাক্তারের বিভিন্ন অসদাচরণের কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হয়। অন্যায় প্র্যাকটিস বা ডাক্তারী অপব্যবহারের কারণে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন Inactive করে দেওয়া হয়। এসব চেক করেই ডাক্তার দেখাবেন।
[ বিএমডিসি আইন ২০১০, ধারা ২২ (১,২)
ডাক্তার সনাক্ত করার উপায় ২০২৪ । ভুয়া ডাক্তার চিহ্নিত করবেন যেভাবে
- ডাক্তারের নামের পাশে MBBS/ BDS ডিগ্রি আছে কি না দেখুন।
- এবার তার BMDC রেজিস্ট্রেশন নাম্বার জেনে https://verify.bmdc.org.bd এ মার্চ দিন।
- ওয়েবসাইটে পাওয়া তথ্যের সাথে তার মিল আছে কি না দেখুন। কারণ অনেক ভুয়া ডাক্তার অন্য
- ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতারণা করছে।
ভূয়া চিকিৎসকের শাস্তি কি??
নিবন্ধন ব্যতিত কোনো ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিলে অথবা চিকিৎসা প্রদান করলে ৩ বছর কারাদণ্ড অথবা ১ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ধরনের ‘ভুয়া চিকিৎসক রোগীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছেন উল্লেখ জে আর খান রবিন বলেন, ‘এ ধরনের বেআইনি কাজের শাস্তি মাত্র তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা যা খুবই অপ্রতুল। ‘
https://reportbd.net/bmdc-registration-check-online-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/