মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২৩ । জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরণ বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২৩ । জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি পাননি, তাহলে করণীয় কি?

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বিতরণ শুরু হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান শুরু হয়েছে – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২৩

৬ষ্ঠ হতে দ্বাদশ উপবৃত্তি কবে দিবে? – শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি গত ০৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমান পর্যায়ে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে। যারা এখনও পাননি তারা অপেক্ষা করুন। অন্যদিকে দুই বা ততদিক সন্তানের উপবৃত্তি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের পরে দুটি সেকশনে বিতরণ করা হবে।

কোন ক্লাশে কত টাকা উপবৃত্তি পাওয়া যাবে? ২০২২-২৩ অর্থ বছরের ২০২২_সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ১২শ শ্রেনির শিক্ষার্থীদের মাঝে জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে নিন্মোক্ত হারে উপবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে। উপবৃত্তি (শিক্ষার্থী কর্তৃক প্রাপ্য হার ২০২৩।  ৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা প্রদান করা হয়।

৮ম (জুনিয়র দাখিলসহ) শ্রেণি- ২৫০×৬=১৫০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ১০ম (দাখিলসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০+১০০০ (পরীক্ষার ফি বাবদ)= ২৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ১২শ (আলিম ২য় বর্ষসহ) শ্রেণি- ৪০০×৬=২৪০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  উল্লেখ্য যে, জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে ১১শ (আলিম ১ম বর্ষসহ) শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নেই।

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি ২০২৩ / জুলাই -ডিসেম্বর/২০২৩ প্রান্তিকে উপবৃত্তির প্রদান শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহাওয়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ অর্থ ছাড়া দেয়া হচ্ছে।

Caption: Source of Information

উপবৃত্তির হার ২০২৩ । ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি কত টাকা (জুলাই হতে ডিসেম্বর/২০২২)?

  • ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ২০০ টাকা।
  • অষ্টম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ৫০০ টাকা।
  • নবম ও দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ৮০০ টাকা।
  • দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষার্থী ৩ হাজার ৯০০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ৩ হাজার ৬০০ টাকা করে পাবে।
  • একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩ হাজার ৯০০ টাকা করে। অন্যান্য বিভাগের প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৩ হাজার ৪০০ টাকা।

উপবৃত্তি অর্থ উত্তোলনে অভিযোগ কোথায় দাখিল করবো?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি আগামীকাল হতেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ দেয়া হবে। এ অর্থ উত্তোলনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের আলাদা কোনো ফি দিতে হবে না। এক্ষেত্রে কেউ ফি দাবি করলে hsp.sstipend@gmail.com মেইলে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে।

উপবৃত্তির অর্থ বিতরণ ২০২৩ । ইতোমধ্যে মোবাইলে টাকা পাঠানো শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *