সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা!

করোনা ভাইরাসে প্রকোপ বাড়ছে এবং বাড়ছে আক্রান্ত সংখ্যা। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৮ জুন ২০২১ খ্রি: তারিখ রোজ সোমবার থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ শুক্রবার ২৫ জুন ২০২১ খ্রি: তারিখ সন্ধ্যায় তথ্য অধিদফরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন

লকডাউনকালীন সময়ে যে সেবাগুলো চালু থাকবে

১। জরুরি সেবা ব্যতীত সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

করোনা নিয়ন্ত্রণের ৭ দিনের লকডাউন ঘোষণা। ৭ দিনের লকডাউনে চলবে না গাড়ি, বাড়ি থেকে বের হতে পারবে না কেউ, বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, স্বাস্থ্য বিধি মানতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হতে পারবেনা, এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সূত্র: সময় টিভি স্ক্রিন।

জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার ২৬ জুন ২০২১ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *