ব্যাংকিং নিউজ বাংলাদেশ

সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কীম। SBL Retirement Savings Scheme

সােনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কীম (এসবিআরএসএস)। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সাধারণ মানুষের জন্য সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কীম চালু করেছে। একজন সাধারণ মানুষ চাইলেই তাঁর উপার্জন থেকে প্রতিমাসে কিছু অর্থ জমিয়ে পেনশন স্কীম বা অবসর স্কীম চালু করতে পারে।

সােনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কীম  । Sonali Bank Retirement Savings Scheme (SBRSS)

ক) হিসাবের মেয়াদকালঃ : ৩-১৫ ( তিন থেকে পনের) বছর
খ) সুদের হার : ১২.০০% সরল হার
গ) শর্ত সমূহ

  • মূল সার্কুলার নং ১১৪ তারিখ-১৮ এপ্রিল, ২০১২ এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
  • ইতোপূর্বে খোলা হিসাব সমূহের ক্ষেত্রে এ হার প্রযোজ্য হবে না।
  • প্রদেয় মুনাফা হতে প্রযোজ্য হারে আবগারী শুল্ক ও উৎসেকর হিসাবধারীর নিকট হতে আদায় করতে হবে।

সূত্র: সোনালী ব্যাংক লিমিটেড 

বিস্তারিত জানতে ব্রাঞ্চের হেল্প লাইনে ফোন করতে পারেন: ডাউনলোড

বি:দ্র: মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ডিজিটাল যুগের মানুষ হয়ে থাকেন, চাইলে আপনি সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে প্রতিমাসের কিস্তি অনলাইনে ঘরে বসে জমা করতে পারেন। Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়? যদি মাথায় সঞ্চয়ের চিন্তা থাকে তবে এখনই ব্যাংকে যোগাযোগ করুন। চাইলে ফরম এখন থেকেই ডাউনলোড করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *