সরকারি ঘোষিত এ প্যাকেজের আওতায় সুদ/মুনাফার হার হবে সর্বোচ্চ ৮ শতাংশ। প্রদত্ত ঋণ /বিনিয়োগের উপর আরোপিত সুদ/মুনাফার অর্ধেক অর্থাৎ ৪ (চার) শতাংশ ঋণ /বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট ৪ শতাংশ সরকার ভর্তুকী হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা
Website: www.bb.org.bd
বিআরপিডি সার্কুলার নং-১৬; তারিখ: ১৫ জুলাই ২০২১
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
প্রিয় মহোদয়,
পর্যটন খাতের হোটেল/ মোটেল/থিম পার্ক-এর কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৪ (চার) শতাংশ সুদে ১ (এক) হাজার কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদান প্রসঙ্গে।
নভেল করোনা ভাইরাস (COVID-19) এর চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের অনুকূলে আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত পর্যটন খাতের হোটেল/ মোটেল/ থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্র ১৩ জুলাই ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৪ (চার) শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ সহায়তা প্রদানের লক্ষে ১ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।
২। ঋণ/বিনিয়োগ ব্যবস্থাপনা
৩। ব্যাংকওয়ারি ঋণ/বিনিয়োগের সীমা
৪। ঋণ/বিনিয়োগের প্রকৃত ও মেয়াদ
৫। সুদ/মুনাফার হার : এ প্যাকেজের আওতায় সুদ/মুনাফার হার হবে সর্বোচ্চ ৮ শতাংশ। প্রদত্ত ঋণ /বিনিয়োগের উপর আরোপিত সুদ/মুনাফার অর্ধেক অর্থাৎ ৪ (চার) শতাংশ ঋণ /বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট ৪ শতাংশ সরকার ভর্তুকী হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে।
১০। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
মো: আলী আকবর ফরাজী
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০২৫২
হোটেল মোটেলকে ১ হাজার কোটি টাকা ঋণ সুবিধা নীতিমালা: ডাউনলোড