অনলাইনে NID নিবন্ধন করে স্বশরীরে অফিসে উপস্থিতির নির্দেশনা।
আবেদনকারী http://services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণপূর্বক প্রিন্ট করে হার্ড কপিতে আবেদনকারী স্বাক্ষর, সনাক্তকারীর স্বাক্ষর এবং যাচাইকারী সিলসহ স্বাক্ষর প্রদান করে স্বশরীরে অত্র অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন
থানা নির্বাচন অফিস
ডেমরা, ঢাকা
ও
রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়
নোটিশ
এতদ্বারা ঢাকা জেলার ডেমরা থানা নির্বাচন অফিসের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৫০,৫১,৫২ ,৫৩,৫৪,৫৮,৫৯,৬০, ৬১,৬২,৬৩,৬৪,৬৫, ৬৬,৬৭, ৬৮,৬৯,৭০,৭৫ নম্বর ওয়ার্ডের ভোটার এলাকাসমূহে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রী, মেডিকেল ছাত্র/ছাত্রী এবং প্রবাসী বাংলাদেশীগণ ভ্যাক্সিনেশন বা জরুরি প্রয়োজনে যাদের ভোটার নিবন্ধন প্রয়োজন তাদের অবগতির জন্র জানানো যাচ্ছে যে, আবেদনকারী http://services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণপূর্বক প্রিন্ট করে হার্ড কপিতে আবেদনকারী স্বাক্ষর, সনাক্তকারীর স্বাক্ষর এবং যাচাইকারী সিলসহ স্বাক্ষর প্রদান করে স্বশরীরে অত্র অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশনের সময়: সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।
আল আমিন
থানা নির্বাচন অফিসার
ডেমরা ঢাকা
ও রেজিস্ট্রেশন অফিসার
অনলাইনে NID নিবন্ধন করে স্বশরীরে অফিসে উপস্থিতির নির্দেশনা: ডাউনলোড