খামারির নিকট হতে ক্রয়কৃত পশু পরিবহন কালে হাসিল না আদায়ের নির্দেশ।
শুধুমাত্র অনলাইন/ডিজিটাল প্লাটফর্মে বাজার পেরিফেরীর বাইরে অথবা খামারীর নিকট হতে ক্রয়কৃত পশু পরিবহনকালে ইজারাদার বা তার নিয়োজীত লোকজন কর্তৃক যাতে হাসিল দাবী/ আদায় করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
প্রশাসন-২ শাখা
www.lgd.gov.bd
নম্বর: ৪৬.০০.০০০০.০৪১.৩১.৩৭.২০২১.৯৮৫; তারিখ: ১৪ জুলাই ২০২১
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সমগ্র দেশব্যাপী স্বাস্থ বিধি অনুসরণপূর্বক সরাসরি ও অনলাইন/ ডিজিটাল প্লাটফর্মে কুরবানীর পশু ক্রয় বিক্রয় অব্যাহত রয়েছে। সূত্রোক্ত সভায় অভিমত ব্যক্ত করা হয়েছে যে, অনলাইন/ ডিজিটাল প্ল্যাটফর্মে বাজার পেরিফেরীর বাইরে অথবা খামারীর নিকট হতে ক্রয়কৃত পশু পরিবহণকালে ইজারাদার বা তার নিয়োজিত লোকজন হাসিল দাবী/ আদায় করার চেষ্টা করছে, যা আইনানুগ নয়।
০২। এমতাবস্থায়, শুধুমাত্র অনলাইন/ডিজিটাল প্লাটফর্মে বাজার পেরিফেরীর বাইরে অথবা খামারীর নিকট হতে ক্রয়কৃত পশু পরিবহনকালে ইজারাদার বা তার নিয়োজীত লোকজন কর্তৃক যাতে হাসিল দাবী/ আদায় করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মোহাম্মদ শামছুল ইসলাম)
উপসচিব
ফোন: ০২-৯৫৭৫৫৭৬
খামারির নিকট হতে ক্রয়কৃত পশু পরিবহন কালে হাসিল না আদায়ের নির্দেশ: ডাউনলোড