গত ২৪ ঘন্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে।
আজ ০৫ সেপ্টেম্বর ২০২১ : স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৭০ জন-সহ এ পর্যন্ত ২৬ হাজার ৫৬৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
সূত্র: আইইডিসিআর
করোনা মৃত্যু
প্রতিদিনই খালি হচ্ছে কোন না কোন মায়ের বুক, বর্তমান যুগে এই করোনার থাবা যেন থামছেই না। প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। বিশেষ করে বৃদ্ধ লোকগুলো যেন সমাজ থেকে নিশ্চিন্ন করা কোন অভিযান শুরু করেছে এই করোনা। তবে হ্যাঁ বৃদ্ধদের সাথে সাথে মড়ছে যুবক যুবতীও। জন্মের সাথে মৃত্যু যেন একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে।