জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়? - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

Birth Certificate Info

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়?

জন্ম নিবন্ধন করার বিষয়টি ক্রমান্বয়ে জটিল হয়ে উঠেছিল এবং সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তা সহজ করছে – জন্ম ও মৃত্যু নিবন্দন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩

পূর্বেও কি জন্ম বা মৃত্যু সনদ বাতিল করা যেত? না। আপনি যদি কোন এলাকায় জন্ম সনদ নিতেন তবে সেটি বাতিল করতে পারতেন না এবং পুনরায় জন্ম সনদ করতে হতো। পূর্বের জন্ম সনদ স্থানান্তরের কোন বিধানও নেই। জন্ম সনদ নিতে পিতা মাতার এনআইডি এবং জন্ম সনদ প্রয়োজন হত কিন্তু এখন শুধুমাত্র পিতা মাতার নাম দিয়েই জন্ম সনদ প্রাপ্তির আবেদন করা যায়।

জন্ম সনদ বাতিলের অপশন চালু হয়েছে কি? র্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার BDRIS-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এর মাধ্যমে কোন ব্যক্তি তাঁর অব্যবহৃত, অপ্রয়োজনীয় জন্ম সনদগুলো বাতিল করে নিতে পারে। একাধিক সনদধারী ব্যক্তি তাঁর বাতিলযোগ্য মূল সনদসহ তাঁর সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান হতে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন।

নিবন্ধক সহকারী দাখিলকৃত জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তাঁর আইডি হতে নির্ধারিত ফি গ্রহণান্তে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন। অতপর: নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) নিকট প্রেরণ করবেন এবং দাখিলকৃত মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন। রেজিস্ট্রার জেনারেলের আইডি হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে।

জন্ম সনদ বাতিলের জন্য আবেদন । জন্ম/মৃত্যু সনদ বাতিল/সংশোধনের আবেদনপত্র

জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা । ভুল তথ্য প্রদানে জন্ম নিবন্ধন দন্ডনীয় অপরাধ!

Caption: Apply For Birth and Death Registration

জন্ম সনদ একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ । জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?

  • পাসপোর্ট ইস্যু
  • বিবাহ নিবন্ধন
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
  • সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান
  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু
  • ভোটার তালিকা প্রণয়ন
  • জমি রেজিষ্ট্রেশন
  • ব্যাংক হিসাব খোলা
  • আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি
  • গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি
  • ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি
  • বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
  • গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
  • ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  • জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি

জন্ম সনদ নিতে কি টাকা লাগে?

জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এ নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে সম্পূর্ণ বিনামূল্যে এটি করতে পারবেন। তবে ৪৫ দিন পার হলে ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। না হলে শিশুর স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান ও জন্ম সনদ প্রদান করা হয়।

জন্ম বা মৃত্যু নিবন্ধন সনদ বাতিল করার নিয়ম । অনলাইনে Birth Certificate কি বাতিল করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *