জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ২০২৪ । বিদেশ হতে জন্ম সনদ যাচাই করার প্রক্রিয়া দেখুন
জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি ২০২৪ – শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন বের করা যায়? – জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ ব্যবহার– জন্ম নিবন্ধন এখন বহুবিধ কারণ যেমন, গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ, ট্রেড লাইসেন্স, বাড়ির নক্সা অনুমোদন, গাড়ি রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কাজে প্রয়োজন পড়ে। এসব ডকুমেন্ট এর জন্য আবেদন জন্ম নিবন্ধন নম্বর ছাড়া সম্পন্ন করা যাবে না। তবে জন্ম নিবন্ধন হলেই হবে না, সেখানে জন্ম তারিখও প্রয়োজন পড়বে। এখন জন্ম নিবন্ধন জালিয়াতি রোধে অনলাইনে যাচাই পদ্ধতি চালু হয়েছে। জন্ম নিবন্ধন যাচাই করতে এই লিংকে যান: everify.bdris.gov.bd
শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন নম্বর বের করা যায়? না। শুধু জন্ম নিবন্ধন জন্ম দিয়েও জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। জন্ম নিবন্ধন সনদ নম্বর এর সাথে সাথে জন্ম তারিখও প্রয়োজন হবে জন্মনিবন্ধন বা জন্ম সনদ যাচাইয়ের ক্ষেত্রে। অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর যাচাই করতে জন্ম তারিখ প্রয়োজন পড়বে।
২০০১ সালের পূর্বে জন্ম গ্রহণকারীদের পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়াই শুধুমাত্র এনআইডি ব্যবহার করে জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। কিন্তু ২০০১ সালের পরে জন্ম গ্রহনকারী বাংলাদেশী নাগরিকের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তাই পিতা মাতার জন্ম নিবন্ধন সম্পন্ন করার পরই কেবল সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করা সম্ভব।
জন্ম সনদ কেন করবেন? / জন্ম সনদ না করলে হয় না?
শুধুমাত্র বয়স প্রমানের জন্য জন্ম সনদ করতে হবে বিষয়টি এমন নয় বাংলাদেশের বিভিন্ন কাজে এখন জন্ম সনদ প্রয়োজন। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ২২ মোতাবেক এখন নিম্নোক্ত কাজে জন্ম নিবন্ধন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
Caption: Field of using Birth Certificate / Why Birth certificate is required for All Bangladeshi
জন্ম নিবন্ধন প্রক্রিয়া ২০২৪ । কিভাবে জন্ম নিবন্ধন করা যাবে?
- জন্ম নিবন্ধন করা সহজ। এটির জন্য আপনি অনলাইনে বা ম্যানুয়াল ফরম ব্যবহারের মাধ্যমে আবেদন করতে পারেন।
- অনলাইনে আবেদন করতে bdris.gov.bd/br/application এই লিংকে প্রবেশ করে ফরম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডুকমেন্ট আপলোড করুন এবং প্রিন্ট কপির সাথে হার্ড কপির প্রমাণক যুক্ত করে ইউনিয়ন বা পৌরসভায় জমা দিন প্রয়োজনীয় ফি দিয়ে, ব্যাস ৩-৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাবে।
- আর যদি আপনি অফলাইনে বা ম্যানুয়াল আবেদন করতে চান তবে এই লিংক: জন্ম নিবন্ধন ফরম থেকে ফরম সংগ্রহ করে প্রিন্ট করে নিন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম টি পূরণ করে সংযুক্তি যুক্ত করে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিন। ব্যাস প্রয়োজনীয় ফি দিয়ে ৩-৭ দিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
- মূলত ডকুমেন্ট কি কি লাগে? ডকুমেন্ট আপনার এনআইডি বা শিক্ষা বোর্ডের কোন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন বা ইউটিলিটি বিলের কপি এবং পিতা মাতার জন্ম সনদ ও এনআইডি এইতো এগুলোই প্রধান। এছাড়া বিভিন্ন তথ্য সংযোজন করতে প্রমানক দাখিল করতে হবে। জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম ২০২২
জন্ম নিবন্ধন করতে ফি কত টাকা লাগে?
জন্ম নিবন্ধন ফি – জাতীয় পরিচয়পত্রের মত জন্ম নিবন্ধনেও ভুলের সংখ্যা কোন ভাবেই কম নয়। জন্ম নিবন্ধন আপনার বা আপনার সন্তানের বেশির ভাগ ক্ষেত্রে কোন কোন কোন ভুল বিদ্যমান রয়েছে। কারও জন্ম তারিখ, কারও পিতার বা মাতার নাম। কারও বাংলা নাম ঠিক থাকলেও ইংরেজী নামে ভুল ইত্যাদি ইত্যাদি। এসব ভুলের মধ্যে জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা দেশে এবং ২ মার্কিন ডলার বিদেশে। জন্ম নিবন্ধন সংশোধন ফি ২০২৪