ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৩ । মাসিক ২৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রাপ্ত হইবে!
সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বৃত্তি বা আর্থিক সহায়তা প্রদান করা থাকে – চলতি বছর এ বরাদ্দ থেকে ৫% প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা তহবিলে জমা দিতে হবে – ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৩
Dutch Bangla Bank Stipend 2023- Dutch-Bangla Bank, under its social cause program, has been awarding scholarships to the meritorious students in need of financial aid studying at different levels of education since its beginning. Dutch-Bangla Bank awards new scholarships every year along with renewal of existing awardees. The Bank has given scholarships to the deserving students from huge applications following a set of criteria such as the applicant’s academic results, financial capability, physical conditions etc. Around 90% of the scholarships have been given to the rural students and 50% to the female students. অনলাইনে আবেদন লিংক: app.dutchbanglabank.com/DBBLScholarship
আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন শুরুর তারিখ: ৩০ জুলাই ২০২৩। আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৩ । ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ৩১ আগস্ট ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩ । প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের নির্দেশিকা
চূড়ান্ত ফলাফল প্রকাশ- পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে । সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না ।
ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে / ২০২২ সালের এস.এস.সি./সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীর জন্য ডাচ বাংলা ব্যাংক এ বৃত্তির আবেদন আহবান করেছে
২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship – এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
Caption: Dutch Bangla Bank Stipend Circular 2023
শিক্ষা বৃত্তি কত টাকা পাওয়া যাইবে? বৃত্তির জন্য আবেদনের যােগ্যতা ২০২৩
শিক্ষার স্তর | ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য | ||
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠান | জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান | গ্রামীন/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান | |
এস.এস.সি/সমমান | ৫.০০ | ৫.০০ | ৪.৮৩ |
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তর | সময়কাল | মাসিক বৃত্তি (টাকা) | বার্ষিক অনুদান (টাকা) | |
পাঠ্য উপকরণের জন্য | পোষাক পরিচ্ছদের জন্য | |||
এস.এস.সি/সমমান | ২ বছর | ২,৫০০/- | ২,৫০০/- | ১,০০০/- |
বৃত্তি কবে দিবে?
নির্ধারিত তারিখ অর্থাৎ ৩০ জুলাই ২০২৩ হতে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৩ । ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ৩১ আগস্ট ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩।
ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন: app.dutchbanglabank.com
নির্বাচিতদের প্রতি প্রাথমিক নির্দেশনা ২০২৩- প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ৩১ আগস্ট ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে ।
১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি । ২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । ৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি । ৪. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি । ৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি । ৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি । ৭. পিত/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি। । ৮. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।
**বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি স্কুলে / কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি স্কুল /কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)। (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে । iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা
এটা কি সবার জন্যই
জি।