নোটারি পাবলিক বা হলফনামা নমুনা ডাউনলোড । একাধিক দাতা হলে হলফনামা প্রদান বাধ্যতামূলক কিনা - Technical Alamin
ভূমি সেবা অনলাইন

নোটারি পাবলিক বা হলফনামা নমুনা ডাউনলোড । একাধিক দাতা হলে হলফনামা প্রদান বাধ্যতামূলক কিনা

বর্তমানে জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফর্ম অনুসরণ করা হয়-সেখানে হলফ না উল্লেখ থাকে – নোটারি পাবলিক বা হলফনামা নমুনা ডাউনলোড

কেন হলফনামা করা হয়?– কোনো বিষয়ে আপনার বক্তব্যের সমর্থনে লিখিত ঘোষণাকে হলফনামা বলে অর্থাৎ আপনার বক্তব্যটি ষ্ট্যাম্পে লিখে একজন নোটারি পাবলিক বা ম্যজিস্ট্রেট সম্মুখে উপস্থিত হয়ে সম্পাদন করলে তাকে হলফনামা বা এফিডেভিট বলে ধরুন আপনার প্রকৃত নাম রাকিব কিন্তু জাতীয় পরিচয় পত্রে ভুলবশত আপনার নাম এসেছে রকিব । এখানে নামের বানানে রা এর স্থলে ভুলকরে র উঠে গিয়েছে । এখন আপনি চাচ্ছেন উক্ত ভুল নাম ঠিক করতে। জমি খারিজ করতে কতদিন সময় লাগে? ই নামজারি মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি সংক্রান্ত

এখন আপনার যে আসলেই প্রকৃত নাম শামীম এই সম্পর্কে একটি লিখত ঘোষণা দিতে হবে নোটারি পাবলিক বা ম্যজিস্ট্রেট সম্মুখে উপস্থিত হয়ে । উক্ত লিখত ঘোষণা কেই হলফনামা বা এফিডেভিট বলে। আরেকটি কথা বলে রাখি এফিডেভিট হল ইংরেজি শব্দ এর বাংলা হল হলফনামা। জমি কেনার ক্ষেত্রে বিক্রেতার হলফনামা বা জমি সংক্রান্ত ঘোষণা অতীব জরুরি। জমি ক্রয়ের পূর্বে ও পরে মালিক হিসেবে করণীয় ২০২২

একাধিক দাতার সম্পাদিত দলিলের ক্ষেত্রে সকল দাতাগণ কর্তৃক হলফনামা প্রদান বাধ্যতামূলক কি না? মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৪২নং আদেশ অর্থাৎ “বাংলাদেশ স্থাবর সম্পত্তি হস্তান্তর (সাময়িক বিধানাবলী) আদেশ, ১৯৭২” এর বিধান এবং রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪-এর ২০ বিধির বিধান অনুযায়ী মােতাবেক সকল দাতার হলফনামা প্রদান অপরিহার্য। বিধায় সকল দাতার হলফনামা দাখিল ব্যতিরেকে দলিলটি রেজিস্ট্রি করা আইনগতভাবে ত্রুটিপূর্ণ হবে।

জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি ব্যক্তি দাতা হলে হলফ নামা দাখিল করতে হবে / নোটারী পাবলিক বাংলাদেশ নমুনা সংগ্রহ করুন

স্থাবর সম্পত্তি সংক্রান্ত সকল প্রকারের দলিল রেজিস্ট্রিতে ২০০ (দুই শত) টাকার স্টাম্পে নিম্ন-লিখিত লেখা সম্বলিত হলফনামা প্রিন্ট করে হলফনামার নির্দিষ্ট স্থানে হলফকারীর স্বাক্ষর ও তারিখ প্রদানের পর মূল দলিলের সাথে প্রিন্টেড হলফনামা সংযুক্ত করে রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হয়। সরকার নির্ধারিত হলফনামার নমুনা দেখে নিন।

নোটারী পাবলিক বাংলাদেশ নমুনা সংগ্রহ করুন

হলফনামা নমুনা ডাউনলোড Word File / নোটারি পাবলিক হলফনামার নমুনা PDF File

জমির হলফনামা বা নোটারি পাবলিক । হলফনামায় কি কি ঘোষণা থাকতে হয়

  1.  হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্হাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং ৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে;
  2. হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্হাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যক্ত সম্পত্তি নহে;
    হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্হাবর সম্পত্তি আপাতত: বলবত কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয় নাই;
  3. প্রস্তাবিত হস্তান্তর আপাতত বলবত অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে;
    প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫এ অনুযায়ী বাতিলযোগ্য নহে; এবং
  4. হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্হাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্নিত হইয়াছে এবং উহা অবমূল্যায়ন করা হয় নাই এবং উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরনে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।

নোটারি বা এফিডেফিট করতে কত টাকা লাগে?

নোটারি পাবলিক বাংলাদেশ বা এফিডেফিট করার জন্য সরকারের নির্ধারিত ফি রয়েছে। সরকার নির্ধারিত ফি সত্যায়নের কাজে ১০ টাকা, আর যেকোন স্ট্যাম্পে হলফনামা এবং চুক্তিপত্রের ক্ষেত্রে ২০ থেকে ২৫ টাকা খরচ হয়। জমি মিউটেশন করার পদ্ধতি ২০২২

https://reportbd.net/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-pdf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *