প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৯ - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৪

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৯

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মূলত প্রবাসীদের কল্যাণ কাজ করে থাকে। প্রবাসীগণ শ্রমের বিনিময়ে দেশে রেমিটেন্স আনছে এবং দেশের অর্থনীতির উন্নতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখছে। তাই তাদের পরিবারের প্রতি একটি দায়িত্ববোধ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠন করেছে সরকার। মূলত প্রবাসীদের পরিবারের আর্থিক সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই বিভিন্ন সুযোগ সুবিধার সাথে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড

প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রােড

ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০

www.wewb.gov.bd
নং- ৪৯.০৪.০০০০.০০৫.১০.০০১.১৯(১১) তারিখ: ১৭ নভেম্বর ২০২০খ্রিঃ

বিষয়: প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৯।

প্রবাসী বাংলাদেশী কর্মীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। প্রবার্সীদের প্রেরিত রেমিটেন্স অন্যতম চালিকাশক্তি হিসেবে দেশের অর্থনীতির চাকাকে বেগবান রাখছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড প্রবাসী কর্মী এবং তাঁর পরিবারের জন্য নানামুখী কল্যাণমূলক সেবা কার্যক্রম পরিচালনা করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড প্রবাসীদের অর্থবহ এবং টেকসই কল্যাণ নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পাশাপাশি প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করছে। প্রবাসী কর্মীর সন্তানদের জন্য প্রদত্ত শিক্ষাবৃত্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ০৫ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড পরিচালনা পরিষদের ২৯১তম বাের্ড সভার অনুমােদনক্রমে এই নীতিমালা প্রণয়ন করা হয়। পরবর্তীতে ২৮-০৯-২০২০ তারিখে অনুষ্ঠিত ২৯৯তম বাের্ড সভায় প্রণীত নীতিমালা আংশিক সংশােধনপূর্বক অনুমােদিত হয়।

১। এই নীতিমালা প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৯ (সংশােধিত)” নামে অভিহিত হবে।

২। উদ্দেশ্য

ক) প্রবাসী কর্মীদের অবদানের স্বীকৃতি প্রদান; খ) প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান; গ) প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে সহায়তা প্রদান; ঘ) দক্ষ মানব সম্পদ তৈরি করা; ঙ) বৈধভাবে বিদেশগমনে উৎসাহ প্রদান; চ) প্রবাসী কর্মীর পরিবারের টেকসই উন্নয়ন নিশ্চিত করা; ছ) প্রবাসী কর্মীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা।

৩। বৃত্তির আওতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাের ছাড়পত্র নিয়ে যে সকল অভিবাসী কর্মী বিদেশে কর্মরত আছেন বা ছিলেন, অথবা বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, অথবা ছুটিতে এসে দেশে মৃত্যুবরণ করেছেন অথবা নির্ধারিত কল্যাণ ফি জমা দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন, তাঁদের সন্তানেরা এই শিক্ষাবৃত্তির আওতায় আসবে। এছাড়া মৃত কর্মীর জন্য দুতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসিতে বৈধ উল্লেখ থাকলে অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড হতে মৃত কর্মী পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হলে তাঁদের সন্তানগণ শিক্ষা বৃত্তির আওতাভূক্ত হবে।

৪। শিক্ষাবৃত্তির ক্যাটাগরি ও মেয়াদ:

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি নিম্নেক্ত ০৪টি ক্যাটাগরিতে প্রদান করা হবে:

ক) পিইসি/সমমান : ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত ৩ (তিন) বছর;

খ) জেএসসি/সমমান :৯ম হতে ১০ম শ্রেণি পর্যন্ত ২ (দুই) বছর;

গ) এসএসসি/সমমান : একাদশ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ (দুই) বছর; তবে ডিপ্লোমা। কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ (চার) বছর;

ঘ) এইচএসসি/সমমান : স্নাতক এর জন্য ০৪ (চার) বছর এবং মেডিকেল কোর্সের জন্য ৫(পাঁচ) বছর। এক্ষেত্রে সেশনজট বিবেচিত হবে না।

শিক্ষা বৃত্তির পরিমাণ ২০২২

৮। বৃত্তির জন্য আবেদন আহবান ও আবেদন জমা প্রদানের পদ্ধতি:
ক) আবেদন আহবান: ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের ওয়েবসাইটে এবং প্রিন্ট/ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতি বছর সংশ্লিষ্ট ক্যাটাগরিতে আবেদন আহবান করা হবে;

খ) আবেদন আহবানের সময়: পিইসি/সমমান, জেএসসি/সমমান ও এইচএসসি/সমমান ক্যাটাগরিতে জানুয়ারি মাসে, এসএসসি/সমমান ক্যাটাগরিতে জুলাই মাসে আবেদনপত্র আহবান করা হবে;

গ) আবেদন গ্রহণ: বৃত্তির আবেদনপত্র সরাসরি/ ডাকযােগে/ডিইএমও/অনলাইনে গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

৯। আবেদনপত্রের সঙ্গে নিমােক্ত কাগজপত্র দাখিল করতে হবে

ক) পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে আনুষঙ্গিক কাগজপত্রাদি (যেমন: পাসপাের্ট, ভিসা এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র (ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স) সম্বলিত পাসপাের্টের পৃষ্ঠা/স্মার্ট কার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপের ফটোকপি;

খ) প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি/আর্থিক অনুদান প্রাপ্তির প্রমাণপত্র;

গ) শিক্ষার্থীর ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত);

ঘ) ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার মূল নম্বর পত্রের (মার্কশীট) সত্যায়িত ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত);

১০। বাছাই ও নির্বাচন কমিটি

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি প্রদানে নিমিত্ত বাছাই কমিটি ও নির্বাচন কমিটি নামে নিম্নরূপ দুইটি কমিটি থাকবে।

ক) বাছাই কমিটি:

১) পরিচালক (আইআরপি) আহবায়ক

২) উপপরিচালক (কল্যাণ) সদস্য

৩) সহকারী পরিচালক (শিক্ষাবৃত্তি) সদস্য সচিব

বাছাই কমিটির কার্যপরিধি

বাছাই কমিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের দাখিলকৃত আবেদন যাচাই-বাছাই, তুলনামূলক বিবরণ প্রণয়ন, আবেদনের দ্বৈততা পরীক্ষাকরণ, সাক্ষাৎকার গ্রহণ, বিভিন্ন অসঙ্গতি অথবা যৌক্তিকতা তুলে ধরা, আবেদনপত্র মূল্যায়নপূর্বক বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিটির নিকট অনুমােদনের জন্য পেশ করা।

খ) নির্বাচন কমিটি:

১) মহাপরিচালক

২) পরিচালক (অর্থ ও কল্যাণ)

৩) পরিচালক (প্রশাসন ও উন্নয়ন)

৪) মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি

৫) বিএমইটি’র একজন প্রতিনিধি | (পরিচালক পর্যায়ের)

৬) উপপরিচালক (শিক্ষাবৃত্তি)

৭) পরিচালক (আইআরপি)

আহবায়ক সদস্য সদস্য সদস্য সদস্য
সদস্য সদস্য সচিব
নির্বাচন কমিটির কার্যপরিধি:
ক) বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীর তালিকা হতে বৃত্তিপ্রাপ্তির তালিকা চূড়ান্ত করা; খ) কোনাে ক্যাটাগরিতে যােগ্য শিক্ষার্থী বেশি পাওয়া গেলে আসন শূন্য থাকা সাপেক্ষে অন্যান্য
ক্যাটাগরির সঙ্গে সমন্বয় করা; গ) শিক্ষাবৃত্তি বিভাজনের ক্ষেত্রে বিভাগওয়ারী অভিবাসী এবং জনসংখ্যার ভিত্তিতে কোটা নির্ধারণ করা,
পৃষ্ঠা/০৩

ঘ) নির্বাচন কমিটি প্রয়ােজনে জিপিএ/সিজিপিএ নির্ধারণ করা, বৃত্তির সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বৃত্তির অর্থ

পুনঃনির্ধারণে সুপারিশ করা; ঙ) সময় সময়ে নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন ও সংশােধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করা।

১১। বিশেষ শর্তাবলী:

ক) একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ ২ (দুই) জন সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা যাবে;

খ) এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শুধুমাত্র পাবলিক কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী কর্মীর সন্তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে;

১২। শিক্ষাবৃত্তির ব্যাংক হিসাব পরিচালনা:

শিক্ষাবৃত্তি প্রদানের জন্য পরিচালিত ব্যাংক হিসাবটি পরিচালক (অর্থ ও কল্যাণ) এবং পরিচালক (আইআরপি) এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।

১৩। বিবিধ:

বৃত্তি প্রদানের পর কোনাে শিক্ষার্থীর আবেদন ও প্রদত্ত তথ্যে অনিয়ম বা অসঙ্গতিও ভুল প্রমাণিত হলে কর্তৃপক্ষ বৃত্তি বাতিল/স্থগিত কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

মােঃ হাঁমিদুর রহমান 

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৯: ডাউনলোড

One thought on “প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *