বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত! - Technical Alamin
Latest News

বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত!

দেশে কোভিড-১৯ এর বিস্তার বৃদ্ধি পাওয়ায় ও একসঙ্গে একই পরিবারে একাধিক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ায় দেশের অপেক্ষাকৃত দরিদ্র মানুষের পক্ষে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার ফি প্রদান করা কষ্টকর হয়ে দাড়িয়েঁছে। কোভিড-১৯ নিমূর্লে অধিক হারে পরীক্ষা করা জরুরি। লকডাউন চলাকালীন দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য অধিদফতর

তথ্য বিবরণী নম্বর: ৩০৫০

জুলাই মাস জুরে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই ২০২১):

দেশে কোভিড-১৯ এর বিস্তার বৃদ্ধি পাওয়ায় ও একসঙ্গে একই পরিবারে একাধিক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ায় দেশের অপেক্ষাকৃত দরিদ্র মানুষের পক্ষে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার ফি প্রদান করা কষ্টকর হয়ে দাড়িয়েঁছে। কোভিড-১৯ নিমূর্লে অধিক হারে পরীক্ষা করা জরুরি। লকডাউন চলাকালীন দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ।

আজ স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জুলাই মাস জুড়ে দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।

মাইদুল/মাসুম/মোশারফ/সেলিম/২০২১/২২২০ ঘন্টা।

সূত্র: তথ্য অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *