বিনামূল্যে ড্রাইভিং শিখুন। Driving License without any fee - Technical Alamin
ফ্রি প্রশিক্ষণ ২০২৪

বিনামূল্যে ড্রাইভিং শিখুন। Driving License without any fee

বিনামূল্যে ড্রাইভিং শিখুন BRTC-SEIP প্রকল্পের আওতায় ০৩ মাস মেয়াদে বিনামূল্যে ‘মােটরযান ড্রাইভিং এবং রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণপ্রদানের ব্যবস্থা রয়েছে।

BRTC-SEIP প্রকল্প

বিআরটিসি বাস ডিপাে জোয়ারসাহারা ও ট্রেনিং সেন্টার,
খিলক্ষেত, ঢাকা-১২২৯।
মােবাঃ ০১৩২৪২৯৩৯৪০

“বিনামূল্যে ড্রাইভিং শিখুন” BRTC-SEIP প্রকল্পের আওতায় ০৩ মাস মেয়াদে বিনামূল্যে ‘মােটরযান ড্রাইভিং এবং রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণপ্রদানের ব্যবস্থা রয়েছে। এই কার্যক্রমের ৯ম ব্যাচে ভর্তির আবেদনকারীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

১। আবেদন ফরম বিআরটিসি জোয়ারসাহারা বাস ডিপাের প্রশাসন শাখায় পাওয়া যাবে।

২। প্রার্থীর বয়স অবশ্যই ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

৩। নির্ভুল ও স্পষ্ট অক্ষরে পূরণকৃত আবেদন ফরমটি নিম্নোক্ত চাহিত কাগজপত্র সংযুক্ত করে ২৫/১০/২০২১ তারিখের মধ্যে প্রশাসন শাখায় জমা প্রদান করতে হবে।

৪। কোন ভুল তথ্য প্রদান বা তথ্য গােপন করে এই কোর্সে অন্তর্ভুক্ত হয়েছেন তা প্রমানীত হলে কোর্স হতে বহিস্কারসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

৫। অসম্পুর্ন ও স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে।।

৬। কোর্স চলাকালীন সময়ে সরকারী ছুটি ছাড়া ০৩ মাসের মধ্যে অনুপস্থিত থাকা যাবেনা।

৭। কোর্স শেষে ফ্রি ড্রাইভিং লাইসেন্স, যাতায়াত ভাতা বাবদ ৮,০০০/-টাকা ও কোর্স সাটিফিকেট প্রদান করা হবে।

নিম্নবর্ণিত কাগজ সংযুক্ত করতে হবে

১। এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে (জন্মসনদ গ্রহনযােগ্য নয়)।

২। সদ্যতােলা পাসপাের্ট সাইজের ০২ কপি ছবি।।

৩। কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে এবং শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি।
জমা প্রদান করতে হবে ।

৪। কাউনসিলর/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে।

আগামী ০১/১০/২০২১ তারিখ হতে ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে এবং সম্ভব্য আগামী ২৮/১০/২০২১ তারিখ রােজ বৃহস্পতিবার, সকাল ৯.০০ঘটিকায় আবেদনকারীদের বাছাই পরীক্ষা ও সাক্ষাতকার অনুষ্ঠিত হবে এবং ১লা নভেম্বর/২০২১ হতে ৯ম ব্যাচ শুরু হবে।

প্রয়ােজনে মােবাঃ নং- ০১৩২৪২৯৩৯৪০, ০১৭০১৪৮৭০২৮, ০১৭৩৭০১৮১৫৫, ০১৯৩৫৯৬৯৯৬৪

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন
(বিআরটিসি)

বিনামূল্যে ড্রাইভিং শিখুন: ডাউনলোড

3 thoughts on “বিনামূল্যে ড্রাইভিং শিখুন। Driving License without any fee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *