বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চেক ছাড় –মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের আগস্ট/ ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ০২/০৯/২০২৪ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে আগস্ট/ ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবে। প্রতিমাসেই বেতন ভাতার চেক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বেতন ভাতাদি উত্তোলনের শেষ তারিখ উল্লেখ করা হয়।

বেসরকারি প্রতিষ্ঠানের বেতন ভাতাদি সম্পূর্ন অংশ সরকার প্রদান করে না। সরকারি একাংশ প্রদান করে অপরাংশ প্রতিষ্ঠান বহন করে থাকে। সরকারি অংশের অর্থ আগামী ০২/০৯/২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা হতে উত্তোলন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের আগস্ট/২০২৫ মাসের বেতন-ভাতা’র চেক হস্তান্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা কর্তৃক আজ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

Caption: Notice Download

বেসরকারি শিক্ষকদের বেতন কবে হয়? । মাস শেষ হওয়ার পূর্বেই কি বেতন ভাতাদি তোলা যাবে?

  1. না।
  2. শুধুমাত্র সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বেতন ভাতাদি মাস শেষ হওয়ার পূর্বেই প্রদান করা হয়েছে।
  3. এতে নন গেজেটেড কর্মচারীদের বেতনই কেবল দেয়া হয়েছে।
  4. গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতা মাস শেষেই দেয়া হবে।

২০১৫ সালের পে স্কেল মোতাবেকই কি বেসরকারি শিক্ষকগণ বেতন পান?

জি। যদিও সরকারি অর্ধেক বহন করে বাকিংশ প্রতিষ্ঠান বহন করে। পে স্কেল ২০১৫ অনুসারে ১ জুলাই ২০১৬ তারিখ হইতে প্রযোজ্য ক্ষেত্রে বর্ণিত হারে বা ক্ষেত্র মত টাকার অংকে নির্ধারিত ভাতাদি প্রদেয় হইবে। ১ লা জুলাই ২০১৫ তারিখ হইতে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত সময়কালে নব-নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী প্রাপ্য বেতন আহরণ করিবেন এবং অন্যান্য সকল ভাতাদি ৩০ জুন ২০১৫ তারিখে নিয়োগপ্রাপ্ত হইলে যে হারে ভাতাদি প্রাপ্ত হইতেন সেই হারে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত আহরণ করিবেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই/২০২৪ মাসের বেতন-ভাতা’র চেক হস্তান্তর ২০২৫: ডাউনলোড