নির্বাচনী এলাকায় লাইসেন্সধারী অস্ত্রের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত। - Technical Alamin
বৈদেশিক মুদ্রা বিনিময় হার ২০২৫

নির্বাচনী এলাকায় লাইসেন্সধারী অস্ত্রের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত।

“সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে ০৭ (সাত) দিন, ভোগ গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন অর্থাৎ ১৩ (তের) দিন পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জননিরাপত্তা বিভাগ

রাজনৈতিক অধিশাখা-৪

www.mhapsd.gov.bd

নং-৪৪.০০.০০০০.০৭৭.২১.২০২১.২০৭; তারিখ: ১৭/০৬/২০২১

আদেশ

আগামী ২১ জুন ২০২১ তারিখে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কয়েকটি ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক অধিশাখা-০৬ এর স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০১.২০২১.১৪৯, তাং ১৭/০৬/২০২১ খ্রি: মূলে জারীকৃত পরিপত্রের অনুচ্ছেদ নং-১৮ এর নির্দেশনা মোতাবেক বৈধ অস্ত্রী বহন ও প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্তে The Arms Act, 1878)-এর ধারা ১৭ (ক)(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নোক্ত আদেশ জারী করল:

“সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে ০৭ (সাত) দিন, ভোগ গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন অর্থাৎ ১৩ (তের) দিন পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”

(২) যারা এ আদেশ লংঘন করবে তাদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মো: নাকিব হাসান তরফদার)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৪৬৪৩০

নির্বাচনী এলাকায় লাইসেন্সধারী অস্ত্রের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত : ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *