সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩ । সরকারি সহায়তায় ১৩৫০০ টাকা বৃত্তি প্রদান করা হবে - Technical Alamin
ফ্রি প্রশিক্ষণ ২০২৪

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩ । সরকারি সহায়তায় ১৩৫০০ টাকা বৃত্তি প্রদান করা হবে

SEIP এর সহায়তায় প্রশিক্ষণ তাই কোন প্রকার ফি দিতে হবে না, আপনি বরং প্রশিক্ষণ শেষে বৃত্তি পাবেন – সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩

ফ্রি প্রশিক্ষণ ২০২৩– অর্থ মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় স্কিলস ফর এ্যমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রগ্রাম (SEIP) এর তত্তাবধানে BEIOA-SEIP Training Center, Wari, Dhaka সম্পুর্ন বিনামূল্যে বৃত্তিসহ (কোর্স ফি- ফ্রি, বৃত্তি-১৩,৫০০ টাকা+ বিশেষ শর্ত সাপেক্ষে ৫০০০ টাকা) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (EIM), রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং (Refrigeration and Air-conditioning) এবং মেশিন শপ প্র্যাকটিস (Machine Shop Practice) কোর্সে প্রশিক্ষন প্রদান করছে। ফ্রী প্রশিক্ষণ ২০২৩ । লেদ মেশিন অপারেশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মোবাইল সার্ভিসং, ইলেকট্রিক্যাল এন্ড ইন্সটলেশন মেইনটেন্যাস ট্রেনিং

RAC কোর্সে প্রশিক্ষণের বিষয় কি কি? ১) পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার অনুশীলন। ২) টেকনিক্যাল ড্রয়িং। ৩) টিউব কাটিং, ফ্লায়ারিং, সজিং, বেন্ডিং, ব্রেজিং ও লকরিং। ৪) ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ও মোটর কন্ট্রোলিং।৫) রেফ্রিজারেটর এবং ফ্রিজার সার্ভিস, মেরামত ও রক্ষণাবেক্ষণ। ৬) উইন্ডো টাইপ কন্ডিশনার ইনস্টলেশন, সার্ভিস, মেরামত ও রক্ষণাবেক্ষণ। ৭) স্প্লিট টাইপ কন্ডিশনার ইনস্টলেশন, সার্ভিস, মেরামত ও রক্ষণাবেক্ষণ। বিনা খরচে নার্সিং কোর্সে প্রশিক্ষণ ২০২৩ । মাসিক ৬,৫০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে

প্রশিক্ষনের বৈশিষ্ট এবং সুবিধা কি কি? EIM- NTVQF Level- I, II & III সমতুল্য (বৈদ্যুতিক কারিগরি লাইসেন্স ”বি” এবং ”সি” প্রাপ্তিতে সহায়ক হবে)। RAC- NTVQF Level- I & II সমতুল্য। Machine Shop Practice- NTVQF Level- I & II নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার। সম্পুর্ন বিনামূল্যে প্রশিক্ষন এবং দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান। চাকুরী প্রাপ্তিতে সহায়তা।

লিমিটেড সিট তাই দ্রুত যোগাযোগ করুন / বাইওয়া সেইপ প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ

ভর্তির সময় আবশ্যক ডকুমেন্ট কি কি? পাসপোর্ট সাইজের ছবি—-২ কপি। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি। (প্রার্থীর বয়স ২০ বছরের উপরে হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে)। শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস)।

Caption: source of information

কোর্সে প্রশিক্ষনের বিষয় সমূহ ২০২৩ । যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

  • পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা
  • ইলেকট্রিক্যাল ড্রয়িং
  • ইলেকট্রিক্যাল মেজারিং ইন্সট্র্রুমেন্টের ব্যবহার
  • হাউজ ওয়্যারিং এবং আর্থিং
  • সার্ভিস কানেকশন
  • ইন্ডাষ্ট্রিয়াল মোটর কন্ট্রোল এবং মেরামত
  • মোটর রি-ওয়্যাইন্ডিং এবং মেরামত
  • সোলার সিষ্টেম স্থাপন এবং মেরামত
  • জেনারেটর এ টি এস (ATS) সংযোগ এবং মেরামত
  • সেন্সর বেইজড লাইট এবং ফ্যান কন্ট্রোল সার্কিট
  • পানির ট্যাংকে স্বয়ংক্রিয় পানি উত্তোলন সার্কিট
  • বেসিক ইলেকট্রনিক্স

ভর্তির জন্য যোগাযোগের ঠিকানা কি?

BEIOA-SEIP Training Center, Wari, Dhaka সেন্টারে EIM এবং RAC কোর্সে প্রশিক্ষন গ্রহনে আগ্রহী ব্যক্তিগন বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া কোর্স ভিত্তিক মোবাইলে নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। EIM- 01818349445 এবং 01626-481765 , RAC- 01718094804 এবং 01712474607 এবং MSP- 01741755175 এবং 01760528339 Google Map Location: https://goo.gl/maps/E4gNYK35L9WghF7e6

কেয়ারগিভিং কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩ । প্রশিক্ষণ শেষে ২৪০০০ টাকা বৃত্তি পাওয়া যাাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *