সরকারি খরচে বিভিন্ন কারিগরি কোর্সে ফি প্রশিক্ষণ ২০২৩ । ০৩ মাসের কোর্স শেষে ভাতা ১০৮০০ টাকা - Technical Alamin
ফ্রি প্রশিক্ষণ ২০২৪

সরকারি খরচে বিভিন্ন কারিগরি কোর্সে ফি প্রশিক্ষণ ২০২৩ । ০৩ মাসের কোর্স শেষে ভাতা ১০৮০০ টাকা

সরকারি খরচে শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির সুযােগ – কোর্স শেষে টিএ ডিএ পাওয়া যাবে – সরকারি খরচে বিভিন্ন কারিগরি কোর্সে ফি প্রশিক্ষণ ২০২৩

সিইপ প্রজেক্ট ২০২৩ – বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘােষিত শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযােগিতায় “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SEIP)” শিরােনামে শতভাগ কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় “এসােসিয়েশন অফ এক্সপাের্ট অরিয়েন্টেড শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ (AEOSIB)” এর সার্বিক তত্ত্বাবধানে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান শীপইয়ার্ড সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশ -জার্মান কারিগরি প্রশিক্ষণ কোর্স ২০২২ । কোর্স ফি মাত্র ৪৮ টাকা

প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ কি কি? নারী, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান (সর্বোচ্চ ১০,৮০০ টাকা) ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। (২০ বছর বা তদুর্ধ হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক) ও প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হবে। আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যােগাযােগ করে আবেদন করার অনুরােধ করা হয়েছে। কেয়ারগিভিং কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ ২০২২ । সেবা – শুশ্রুষা কোর্সে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা রয়েছে

ভর্তির জন্য প্রয়ােজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? ০৪ কপি পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র (২০ বছর বা তার উর্দ্ধে আবশ্যক) অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার পৌরসভা, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র।

বেকার সমস্যা দূরীকরণে SEIP প্রজেক্টে ভর্তি হউন / ভর্তির জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন।

চলতি সেশনে সিট খালি না থাকলে পরবর্তী সেশনে ভর্তি হউন

Caption: Circulars for Admission

টেকনিক্যাল কোর্সের বিষয়সমূহ ২০২৩। যে সকল বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হইবে

  1. ওয়েন্ডিং এ্যান্ড ফেব্রিকেশন (০৩ মাস)
  2. ইলেকট্রিক্যাল এ্যান্ড নেভিগেশনাল
  3. ইকুইপমেন্ট ইনস্টলেশন (০৩ মাস)
  4. শীপ মেশিনারি ইন্সটলেশন (০৩ মাস)
  5. শীপ পেইন্টিং (০৩ মাস)
  6. বড় মেশিন টুলস অপারেশন (০৩ মাস)
  7. মেশিন টুলস্ অপারেশন (৩ মাস)
  8. শীপ পাইপিং (৩ মাস)

কোর্স শেষ করলেই কি চাকরি পাওয়া যাবে?

কোর্স কো-অর্ডিনেটর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোর্স রিলেটেড প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সুপারিশ করবে এবং এতে করে কোর্সে ভাল স্টুডেন্টদের চাকরি হয়ে যেতে পারে। সরকারি প্রতিষ্ঠান হতে কোর্স শেষে সনদ দেওয়া হয়, এসব সনদ ব্যবহার করে ঋণ গ্রহণ করা যায়।

BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

3 thoughts on “সরকারি খরচে বিভিন্ন কারিগরি কোর্সে ফি প্রশিক্ষণ ২০২৩ । ০৩ মাসের কোর্স শেষে ভাতা ১০৮০০ টাকা

  • আগ্রহী ৷ইলেকট্রিক্যাল এ্যান্ড নেভিগেশনাল ৷

    Reply
  • আসসালামু আলাইকুম স্যার আমি কম্পিউটারের কাজ শিখতে চাই

    Reply
    • নিজ জেলার টিটিসিতে সার্কুলার হলে যোগাযোগ করুন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *