আমি প্রবাসী রেজিষ্ট্রেশন ২০২৩ । "আমি প্রবাসী" অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৩ - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

আমি প্রবাসী রেজিষ্ট্রেশন ২০২৩ । “আমি প্রবাসী” অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৩

বিদেশ ভ্রমণে আগ্রহী প্রবাসীকর্মীদের জন্য আগামী সোমবার (৫-৭-২০২১) হতে বাধ্যতামূলক কোভিড ভ্যাক্সিন রেজিস্ট্রেশন এর জন্য নিচের তিনটি ধাপ অনুসরণ করুন।

১। ঘরে বসে আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিএমইটি নম্বর নিশ্চিত করুন: https://www.amiprobashi.com

২। বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে, সুরক্ষা (www.shurokhkha.gov.bd) অ্যাপে লগইন করে ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩। আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে ভ্যাকসিনের সময়সূচী ও কার্যক্রম সম্পন্ন করুন।

আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন ধাপসমূহ।

১। আমি প্রবাসী অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করুন। ইনস্টল করে মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর যে দেশে যেতে চান সে দেশ সিলেক্ট করুন।

Screenshot Image

২। নিকটস্থ ভ্যাকসিন সেবা কেন্দ্র সিলেক্ট করুন এবং আপনার বিস্তারিত তথ্য ইনপুট করুন।

Screenshot Image

৩। পাসপোর্টে উল্লিখিত তথ্যের সাথে মিল রেখে নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট প্রদানের তারিখ, জন্মতারিখ জন্ম স্থান ইত্যাদি তথ্য সঠিকভাবে ইনপুট দিন।

Screenshot Image

৪। উপরোক্ত তথ্যগুলো ইনপুর দিয়ে নেক্সট করে ভাষাগত তথ্য দিন এবং যে ভাষা গুলির মৌখিক বা লেখার দক্ষতা আপনার রয়েছে তা উল্লেখ করুন।

Screenshot Image

৫। আপনার বিএমইটি কার্ডের তথ্যগুলো বিস্তারিত উল্লেখ করুন।

Screenshot Image

৬। আপনার রিক্রটিং এজেন্সি বা যে এজেন্সি বা মাধ্যমে আপনি বিদেশ যাচ্ছেন তার বিস্তারিত তথ্য প্রদান করুন।

Screenshot Image

সূত্র: http://www.bmet.gov.bd/

 

বি:দ্র: আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে সরাসরি কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্ভব নয়। অর্থাৎ প্রবাসী অ্যাপেও রেজি করতে হবে তারপর সুরক্ষা অ্যাপে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

5 thoughts on “আমি প্রবাসী রেজিষ্ট্রেশন ২০২৩ । “আমি প্রবাসী” অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *