Pension.gov.bd । পেনশনার লাইফ ভেরিফিকেশন করুন নিজে নিজেই
পেনশন পরিশােধের তথ্যাদি- আপনার পেনশন সংক্রান্ত তথ্য জানতে ভিজিট করুন: www.pension.gov.bd পেনশনের তথ্যাদি পেতে পেনশনার লাইফ ভেরিফিকেশন করুন নিজে নিজেই। বছরে একবার মােবাইল অ্যাপ ব্যবহার করে নিজে নিজেই লাইফ ভেরিফিকেশন করুন। Life Verification app। যেতে হবে না এজি অফিসে!
পেনশন ইএফটি এবং করণীয় ২০২২
হিসাবরক্ষণ অফিস হতে সরাসরি সরকারি তহবিল হতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেনশনারের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ইলেকট্রনিক প্রক্রিয়াই হচ্ছে পেনশন ইএফটি।
ইএফটিতে পেনশন পেতে হলে কী করবেন?
- ইএফটি ফরম পূরণ করতে হবে।
- এনআইডি নম্বর থাকতে হবে।
- পেনশনারের নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে।
- ব্যাংক হতে সরবরাহকৃত এমআইসিআর চেক বই থাকতে হবে।
পেনশন ইএফটি রিটার্ন হলে কীভাবে জানবেন?
মােবাইল অ্যাপের পেনশন তথ্য অথবা সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইটের (www.pension.gov.bd) পেনশন পরিশােধ তথ্য মেন্য হতে ইএফটি রিটার্ন সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
পেনশন ইএফটি রিটার্ন কেন হতে পারে?
পেনশনারের ব্যাংক হিসাব, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ইত্যাদি ভুল হলে ইএফটি রিটার্ন হতে পারে।
কীভাবে লাইফ ভেরিফিকেশন করবেন?
প্রথম ধাপ: Google Play Store থেকে (Pensioner Verification অ্যাপটি ডাউনলােড করুন
দ্বিতীয় ধাপ: এনআইডি নম্বর ও ইপিপিও নম্বর এন্ট্রি করে লগইন করুন।
তৃতীয় ধাপ: লাইফ ভেরিফিকেশন মেন্যু হতে আপনার মুখমন্ডলের ছবি তুলে নিজে নিজেই ভেরিফিকেশন সম্পন্ন করুন। এ সংক্রান্ত বিস্তারিত জানতে অ্যাপের ব্যবহার নির্দেশিকা দেখুন। Pensioner Verification App। ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করুন
পেনশন অভিযোগ । প্রতিকার। ব্যবস্থা কিভাবে পাবেন?
অভিযােগ সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট (www.pension.gov.bd) নিম্নে উল্লেখিত মেন্যুর মাধ্যমে পেনশনারগণ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মােবাইল নম্বর ব্যবহার করে পেনশন/ভাতা না পাওয়া, কম/বেশি পাওয়া, এসএমএস না পাওয়া অথবা ফিক্সেশন সমস্যা সংক্রান্ত অভিযােগসমূহ দাখিল করতে পারবেন।
পেনশন হেল্পলাইনে কল করুন: +880 9609 000 555, +8802-41030290, +8802-41030296
সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় হতে এ সংক্রান্ত সমস্যা সমাধান করা হবে।
অভিযােগ সমাধানের পর ‘Your Complaint no. has been resolved by CAFO, Pension & Fund Management’ শীর্ষক একটি এসএমএ সংশ্লিষ্ট পেনশনারের মােবাইল নম্বরে প্রেরিত হবে।
Pension.gov.bd ওয়েবসাইটে হতে পেনশনারের তথ্য দেখুন
পেনশনারের তথ্য অগ্রহপূর্বক আপনার ১৭-ডিজিটের এনআইডি বা ১০-ডিজিটের স্মার্ট আইডি না এবং ইএফটি এর জন্য নিবন্ধিত ফোন নম্বর দিন (যদি আপনার এনআইডি নম্বর ১০ ডিজিটের হয়ে থাকে তবে ১৩ ডিজিটের পূর্বে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট এন্ট্রি দিন।
সূত্র: Pension.gov.bd । পেনশনার লাইফ ভেরিফিকেশন করুন নিজে নিজেই
https://ibas2.xyz/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%9A%E0%A6%BE/