উৎসব ভাতা –পেনশনারগণ প্রতিমাসে যে অর্থ মোট পেনশন পান তা থাকে চিকিৎসা ভাতা বাদ দিলে উৎসব ভাতার পরিমান পাওয়া যাবে। অপর দিকে যারা ১০০% পেনশন বিক্রি করে পেনশনে গিয়েছেন তারা যে পরিমান পেনশন পেতেন সেই পরিমান অর্থই বোনাস হিসেবে পাবেন।

যাদের পেনশন পুন:স্থাপন হয়েছে তারা যথারীতি যা মাসিক পেনশন হিসেবে পাবেন সেখানে থেকে চিকিৎসা ভাতা বাদ দিয়ে উৎসব ভাতা পাবেন। পেনশন মোট কত টাকা বৃদ্ধি পেল এবং শুরুতে কত টাকা পেনশন পেয়েছেন ৫% হারে বৃদ্ধি পেয়ে পেয়ে বর্তমান পেনশনের পরিমাণ কত? বিস্তারিত তথ্য আপনি পেনশন অ্যাপ ব্যবহারের মাধ্যমে পেতে পারেন। পেনশন ভেরিফিকেশন অ্যাপে লাইফ ভেরিফিকেশন সহ অন্যান্য সকলও দেখা যায় এবং পেনশন নিয়ে সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন সেই তথ্যও দেয়া আছে। Pension.gov.bd । পেনশনার লাইফ ভেরিফিকেশন করুন নিজে নিজেই

পেনশনারদের উৎসব ভাতা কি লেগে গেছে? হ্যাঁ অবশ্যই ১ লা জুলাই ২০২২ তারিখে অটো ইনক্রিমেন্ট যোগ হয়েছে। জুলাই মাসের বেতন আগস্ট মাসে পাওয়ার সময় দেখবেন ৫% হারে অটো ইনক্রিমেন্ট লেগে গেছে। এখন আর উৎকোচ দিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট লাগাতে হবে না কারণ এখন আর ম্যানুয়াল পিপিও বই নেই। আইবাস++ অটো ইনক্রিমেন্ট লাগিয়ে দিয়েছে। Pensioner Verification App। ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করুন

Ibas++ auto increment to pensioner / Track Pension by Pensioner Verification App or www.pension.gov.bd

www.pension.gov.bd and www.cafopfm.gov.bd same website: select Financial Year 2022-23

পেনশন তথ্য দেখুন অনলাইনে

Caption: Pension Information on Payment Schedule / Pension EFT Order Entered

ঠিক কত তারিখে পেনশন ট্রান্সমিট হবে তা কিভাবে জানবেন?

  1. পেনশন ইএফটি হয়েছে কিনা বা কত তারিখে পেনশন পাবেন তা জানতে www.pension.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।
  2. জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে লগিন করুন।
  3. অর্থ বছর অবশ্যই ২০২২-২৩ সিলেক্ট করবেন।
  4. Pension Payment Information এ গিয়ে EFT Transmitting Date পাবেন আসলে ঐই দিনই ব্যাংকে টাকা ঢুকবে।
  5. মনে রাখবেন Pension Payment Information কলামে ঢুকতে হবে।
  6. Pension Status Active আছে কিনা দেখে নিন।

অ্যাপের মাধ্যমে দেখা যাবে না কবে পেনশন আসবে?

অবশ্যই যাবে –আপনি প্রথমে Pensioner Verification App টি গুগল থেকে ডাউনলোড করে নিন। অতপর এনআইডি, মোবাইল নম্বর এবং ইপিপিও নম্বর ব্যবহার করে অ্যাপে লগিন করুন। পেনশন তথ্য অপশনে গিয়ে দেখতে পারেন পেনশন কবে পাবেন। অ্যাপ অথবা ওযেবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই পেনশন ট্র্যাক করতে পারেন। যেমন ধরুন, পেনশন ব্লক আছে কিনা, লাইফ ভেরিফিকশন দরকার কিনা, ইএফটি রিটার্ণ এসেছে কিনা বা ইএফটি জারি হয়েছে কিনা, কত তারিখে ব্যাংক হিসাবে টাকা ঢুকবে সবই ট্র্যাক করতে পারেন। এমাসে ০৩/০৭/২০২২ তারিখ পেনশন ট্রান্সমিট তারিখ নির্ধারন করা হয়েছে।

https://bdservicerules.info/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8/