সোনালী ব্যাংক ভিসা কার্ড চার্জ – ডেবিট কার্ড বছরে ভ্যাট+ট্যাক্সসহ সর্বমোট ৪৬০/- টাকা কাটে। সোনালী ব্যাংক ভিসা কার্ড দিয়ে সারা বছর জুড়ে আপনি যে কোন এটিএমবুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থ একদিনে উত্তোলন করতে পারবেন। কিউক্যাশ ও ভিসা চিহ্নিত এটিএম বুথ দেশের যে কোন ব্যাংক হতে লেনদেন সম্পন্ন করা যাবে। প্রতি লেনদেনে ১১.৫০ টাকা ইনস্ট্যান্ট কেটে নিবে।

RTGS is an electronic settlement system where transfer of funds takes place from one account of a bank to that of another bank on a real-time and on gross basis. Real-time refers transactions that do not need any waiting period. Transactions are settled as soon as they are executed. RTGS চার্জ ১০০ টাকা

বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠালে প্রতি লাখে ২৫০০/- করে বোনাস পাবেন। ডিপিএস স্কিম- মিলিওনিয়ার স্কীমের ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ পরপর ৬ বার কিস্তি জমা না হলে, হিসাবটি বন্ধ হয়ে যাবে।সঞ্চয়পত্রের মাসিক মুনাফা নির্দিষ্ট তারিখে জমা না হলে, চিন্তা করবেন না কারণ ব্যাংক বন্ধ থাকার কারনে, এই ধরনের ঘটনা ঘটে। Sonali Bank Online charges 2022 । সোনালী ব্যাংক এক শাখা হতে অন্য শাখায় টাকা পাঠাতে খরচ কত?

সঞ্চয়পত্রের বিপরীতে কি ব্যাংক লোন পাওয়া যায়? / অ্যাড মানিতে বিকাশে টাকা জমা হয়নি? অপেক্ষা এবং ইমেইল করুন সাপোর্টে।

বিকাশে টাকা add করার সময়, সোনালী ব্যাংকের একাউন্ট থেকে টাকা কেটে নেয়ার পরও যদি জমা না হয়, তবে support @bkash.com এ মেইল পাঠাবেন। ডিপিএসের statement, ব্যাংক থেকে বছরে ১ বার ফ্রী পাবেন।Savings account বা সঞ্চয়ী হিসাবের জন্য বছরে ২ বার ফ্রী পাবেন. প্রতি জুলাই এবং জানুয়ারী মাসে, এটা নিতে পারবেন। সঞ্চয়পত্রের বিপরীতে কখনও ঋন নেওয়া যায় না।

সোনালী ব্যাংক চার্জ, লেনদেন ও ব্যাংক ঋণ

Caption: sonali bank yearly charge, bank Loan / Add money to bkash, ATM Charge 2023

একান্ত ব্যক্তিগত পরামর্শ- একটা বিষয় মনে রাখবেন যে,

  1. আপনার ২০ লক্ষ টাকার এফডিআর আছে, ৫ টা ডিপিএস আছে, এগুলো মানুষকে কম শুনাবেন।
  2. কারন, আপনার কাছ থেকে ধার চেয়ে বসবে।
  3. ধারের টাকা বেশীরভাগই আসে না বরং সম্পর্ক টা নষ্ট হয়।

Sonali Bank Loan against DPS?

Instant Loan system – যদি মনে করেন, ডিপিএস টি ভেঙে ফেলবেন, তবে ডিপিএসের একাউন্ট নাম্বারটি নিয়ে যাবেন. যদি সঞ্চয়ী হিসাব থাকে, তবে আপনাকে পেমেন্ট করতে just ২০ মিনিট লাগবে আর যদি একাউন্ট না থাকে তবে আর সর্বোচ্চ ৫ মিনিট বেশী লাগবে। এক্ষেত্রে ডকুমেন্টেশন খরচ কম এবং লোনের ক্ষেত্রে কোন জামানতদারও প্রয়োজন পড়বে না। আর যদি মনে করেন, ডিপিএসের বিপরীতে লোন নিবেন তবে এক কপি ছবি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে চলে আসবেন. আপনাকে লোনের টাকা দিতে just ২০ মিনিট লাগবে।

প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: বিদেশ থেকে টাকা পাঠালে ২৫০০ লাখে বোনাস মানে কি?

উত্তর: বিদেশ থেকে যদি জন ব্যক্তি বা প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তবে ২.৫% হারে অর্থাৎ লাখে ২৫০০ টাকা বোনাস বা প্রনোদনা হিসেবে পাবেন।

প্রশ্ন: মিলিওনিয়ার ডিপিএস হতে লোন পাওয়া যাবে?

উত্তর: হ্যাঁ। এক্ষেত্রে সিআইবি লাগবে না ২০ মিনিটে লোন পাস হবে।

প্রশ্ন: ডিপিএস ৫০ হাজার জমা থাকলে ১ লক্ষ টাকা লোন পাওয়া যাবে?

উত্তর: না। জমা ৯০% হারে পাওয়া যাবে।

প্রশ্ন: ডিপিএস এর বিপরীতে লোন নিলে সুদের হার কত হবে?

উত্তর: ডিপিএস এ যে সুদের হার কার্যকর থাকবে তার সাথে ৩% যোগ করে সুদ নির্ধারণ করা হবে।

https://technicalalamin.com/bank-charges-2021-%E0%A5%A4-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82/