Increment on Pension – In Previous day pension will be raised or revised at 5% rate, Net Pension already automatically increased by 5%. No need to go AG or Accounts office to get your increment. Stay at home to get increased Pension in Next Month at August 2022.

পূর্বের মত ম্যানুয়ালি পিপিও বইতে অডিটর দিয়ে পেনশন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট লাগাতে হবে না। এখন ইপিপিও নম্বর চালু হয়েছে যা আইবাস++ এর নিয়ন্ত্রণে। আইবাস++ এ ১লা জুলাই ইতোমধ্যে ইনক্রিমেন্ট লেগে গেছে। জুলাই মাসের বেতন আগস্ট মাসে আপনার ব্যাংক হিসেবে ইনক্রিমেন্টসহ ই ঢুকবে।

জুন/২২ মাসের পেনশন ও ভাতাদি ২০২২-২৩ অর্থ বছরে ০৩ জুলাই ২০২২ তারিখে ব্যাংক হিসাবে ঢুকবে। ঠিক একই ভাবে ২০২২-২৩ অর্থ বছরে জুলাই মাসের পেনশন আগস্ট/২২ মাসে ঢুকবে। ধরি আপনার জুলাই মাসের নীট পেনশন ১১,৭১৭.৭৪ টাকা। এতে ৫% ইনক্রিমেন্ট আসে ৫৮৫.৮৮ টাকা ইনক্রিমেন্ট হিসাবে যোগ হবে অর্থাৎ ২০২২ সালে জুলাই মাসে আপনার নীট পেনশন হবে ১২,৩০৩.৬২ টাকা + চিকিৎসা ভাতা ১৫০০ টাকাসহ সর্বমোট ১৩,৮০৩.৬২ টাকা। পেনশন সফটওয়্যারে অটো ইনক্রিমেন্ট লাগবে তাই দুশ্চিন্তার কিছু নেই। Pension Check Online 2022

পেনশন অ্যাপে আগামী ৩০ তারিখের পূর্বে ইএফটি Entered হবে তখন চেক করা যাবে / আগামী মাসে প্রথম সপ্তাহেই ইনক্রিমেন্ট সহ মাসিক পেনশন পাওয়া যাবে।

পেনশন অ্যাপ বা www.pension.gov.bd তে গিয়ে পেনশন তথ্য দেখার জন্য অবশ্যই অর্থ বছর ২০২২-২৩ সিলেক্ট করতে হবে।

পেনশন ইনক্রিমেন্ট ২০২২

Caption: Check Your Pension Information from Pensioner Verification App

যেভাবে আপনি পেনশন ওয়েবসাইট হতে পেনশন চেক করতে পারবেন।

  1. প্রথমে গুগলে গিয়ে CAFOPFM লিখে সার্চ করুন।
  2. প্রথম লিংক Office of the Chief Accounts Officer Pension and Fund … এই লিংকে ক্লিক করুন।
  3. Pension Payment Information এই কলামে গিয়ে Click Here এ ক্লিক করে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে Submit করুন।
  4. ব্যাস পেনশনারের স্টেটমেন্ট চলে আসবে।
  5. পেনশন বন্ধ কেন তার কারণ উল্লেখ করা থাকবে।
  6. পেনশন বন্ধ না থাকলে Active লেখা থাকবে।
  7. বন্ধ থাকলে Blocked লেখা থাকবে।

পেনশনার লাইফ ভেরিফিকেশন নিজেই কিভাবে করবো?

প্রথম ধাপ: Google Play Store থেকে (Pensioner Verification অ্যাপটি ডাউনলােড করুন

দ্বিতীয় ধাপ: এনআইডি নম্বর ও ইপিপিও নম্বর এন্ট্রি করে লগইন করুন।

তৃতীয় ধাপ: লাইফ ভেরিফিকেশন মেন্যু হতে আপনার মুখমন্ডলের ছবি তুলে নিজে নিজেই ভেরিফিকেশন সম্পন্ন করুন। এ সংক্রান্ত বিস্তারিত জানতে অ্যাপের ব্যবহার নির্দেশিকা দেখুন। Pensioner Verification App। ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করুন

https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-pension-statement-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-active-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF/