Automated Challan System । এ-চালান- ডিজিটাল পদ্ধতিতে সরকারি কোষাগারে অর্থ জমা
A Chllan – ডিজিটাল পদ্ধতিতে চালান জমা – অটোমেটেড চালান পদ্ধতি
Automated Challan System – ডিজিটাল এ পদ্ধতে সরাসরি মুহুর্তের সরকারি কোষাগারে অর্থ জমা হবে। কোড ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ একাউন্টিং হেড ও কোড যুক্ত করা থাকে। আপনি অনলাইন ব্যাংকিং, ম্যানুয়ালি ব্যাংক হিসাব ব্যবহার বা ব্যাংক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদি জমা করে ব্যবহার করতে পারেন।
চালানের অর্থ ফেরত নেওয়া এবং চালানের তথ্য সংশোধন একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয়। তাই এ-চালান সিস্টেমে এন্ট্রিসমূহ নির্ভুল ও যথাযথভাবে প্রদান করা হয়েছে কিনা তা সতর্কতার সাথে যাচাই করার জন্য সকল User-দের বিশেষভাবে অনুরোধ করা হল। পাসপোর্ট এর ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে মিলিয়ে এ চালান সিস্টেমে গ্রাহকের নাম এন্ট্রি করার জন্যও অনুরোধ করা হল।
ই পাসপোর্ট ফি, আয়কর, মূসক শুল্ক, ডিউটি বা এনবিআর এর অন্যান্য ফি জমা আপনি একটি মাত্র ওয়েবসাইট ব্যবহার করে জমা দিতে পাবেন। ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করে বা রেজিস্ট্রেশন না করেও অর্থ জমা দেওয়া যাবে। স্মার্ট ফোন বা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব ব্যবহার করে চালান জমা দিতে পারেন। মোট কথা ঘরে বসে বা যে কোন স্থানে বসে ব্যাংকে না গিয়েই আপনি চালান জমা দিতে https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard এই ওয়েবসাইট বা এ চালান সাইটটি ব্যবহার করুন।
Online Challan System / Automated Challan System
A Challan or E Challan is a modern system to deposit System to government treasure
Caption: A challan Form which is totaly online system or automatic system
How to deposit money to government challan by online
- প্রথমে এ চালান ওয়েবসাইটে যান: https://ibas.finance.gov.bd/acs
- এখানে ক্লিক করে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া চালান এন্ট্রি করা যাবে
- যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে : [*] লিস্ট থেকে সিলেক্ট করুন। মনে রাখাবেন এখানে ব্যক্তি সিলেক্ট করলে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিতে হবে।
- কোন কোন খাতে/কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে : [*] লিস্ট থেকে সিলেক্ট করুন।
- যোগাযোগের জন্য মোবাইল নম্বর : [*] ইনপুট দিন।
- ইমেইল এটি না দিলেও হবে। থাকলে দিন।
- অর্থপরিশোধের জন্য অনলাইন ব্যাংকিং বা ব্যাংক নির্বাচন : [*] যে কোন একটি পদ্ধতি সিলেক্ট করুন।
- অনলাইন ব্যাংকিং সিলেক্ট করলে নির্ধারিত ব্যাংক সিলেক্ট করে অর্থ জমা করতে পারবেন অন্যদিকে আপনি যদি ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করেন তবে আপনি তথ্যগুলো পুরণ করে দিলেই অটো চালান তৈরি হবে প্রিন্ট করার মতো পুরণকৃত ফরম দেখাবে। নমুনা
- ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করলে আপনাকে ব্যাংক গিয়ে ম্যানুয়ালি ফরমটিতে স্বাক্ষর করে টাকা সহ লাইনে দাড়িয়ে জমা দিতে হবে।
- অনলাইন ব্যাংকিং সিলেক্ট করে আপনি ঘরে বসেই জমা দিতে পারবেন।
* চিহ্ন দেওয়া তথ্যগুলো কি দিতেই হবে?
জি। স্টার চিহ্ন দেওয়া তথ্যগুলো অবশ্যই সরবরাহ করতে হবে। অন্যথায় আপনি ফরম দাখিল বা অর্থ জমা করতে পারবেন না। যে সকল তথ্য চাওয়া হয়েছে তা যথাযথভাবে দিতে হবে। এনআইডি আপনি চাইলে চেক করে নিতে পারবেন। তাছাড়া ট্র্যাকিং নম্বর ব্যবহার করে আপনি চালান ট্র্যাক করতে পারবেন। অনলাইনে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আপনি তা আবার অনলাইনেই চালান যাচাই করতে পারবেন। যাচাই করতে http://103.48.16.132/echalan/ ওয়েবসাইটটি ভিজিট করুন।
প্রশ্ন: চালান জমার পর যদি কোন রেফারেন্স নম্বর বা কোন তথ্য না পেয়ে থাকেন তবে সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।
টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু চালান নম্বর কিংবা কোনো এসএমএস পাইনি। চালান ও পাইনি। ২৩-০৭-২০২২ইং তারিখে পেমেন্ট করছি।
Brac Bank Ltd
Transaction Id: 202220425377752
Payment id: 101202220474874634
Track Id: VB4-1XKMNLHJ8
Amount: 8050
https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard লিংকে চেক করুন।
আমার গত ৪/৯/২০২২ ইং তারিখে অগ্রনি ব্যানক এর মাধ্যমে এ চালান সাইটে দুটি চালান করি আমাকে কোন রেফারেন্স নাম্বার দেওয়া হয় নি আমি কোন মেসেজ ও পাইনি এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ
সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি ই-পাসপোর্ট এর চালানের নামের মধ্যে ভূল করেছি। NURUL ISLAM এর স্থলে NURUL IALAM হয়ে গেছে। এখন এটা কীভাবে সংশোধন করবো দয়া করে জানাবেন।
এটি সংশোধন করা যাবে না। চালান একবার জমা হলে আর সেই টাকা ফেরত আনা যায় না বা সংশোধন করা যায় না। চিন্তা করবেন না, এ মাইনর ভুলটি আশা করছি গ্রহণযোগ্য হবে।
আসসালামু আলাইকুম স্যার, আমি একজন ইউডিসি উদ্যোক্তা, আমি কিছুক্ষন পূর্বে রাত ১০:০২ মিনিটে Krishna Ghosh নামের একজনের ৫ বছর মেয়াদী ই পাসপোর্ট এর ব্যাংক ড্রাফট করি এচালান সফটওয়ারের মাধ্যমে। টাকা কেটে নিয়েছে, চালানে পেমেন্ট দেওয়ার পূর্বে আমি চালান নম্বরের ছবিও তুলে রেখেছি ।
চালানের পেমেন্ট রেফারেন্স নম্বর RM4513, TrxID 9HL2LUVPEQ
কিন্তু চালান ডাউনলোড হয়নি সফটওয়ার সমস্যা, এটা সমাধান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
অনুরোধক্রমে:
আনোয়ার হোসেন রানা
উদ্যোক্তা
আটিগ্রাম ইউডিসি
মানিকগঞ্জ সদর,মানিকগঞ্জ।
মোবাইল নম্বর 01732177110
আইডিতে লগিন করলে পেমেন্ট তথ্য দেখতে পারবেন। চালান ডাউনলোড করতে পারবেন আশা করছি।
*এ চালানে তথ্য সেভ হচ্ছে না/কপি দেখা যাচ্ছে না।
**ছুটির দিন কি এ চালান অনলাইন ব্যাংকি জমা দেওয়া যায়?
***ছুটির দিন কি এ চালানে তথ্য এন্টি করে ব্যাংক জমা অপসনে সেভ করা যায় কিনা?//// ছুটির দিনে এ চালান করা যায় কিনা?
এ চালানে জমা প্রদানকারী মোবাইল নম্বর না দিয়ে, অন্য কোন ব্যক্তি যেমন যে অফিসে জমাকৃত চালান জমা দেওয়া হবে (যিনি চালানের হিসাব রাখেন/করেন) তার মোবাইল নম্বর দেওয়া যাবে কিনা?
****এ চালানে রেজিস্টশন করার অপসন নাই, শুধু ফরগেট পাসওয়ার্ড ও আইডি অপসন আছে।
****এ চালানে যদি রেজিস্টশন করা হয়, তাহলে কি এ রেজিস্টশন দিয়ে অন্যদের চালান জমা/এন্ট্রি করা যাবে কিনা?
রেজিস্ট্রেশন করতে পারে শুধু প্রতিষ্ঠানগুলো এবং সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। আপনি অনুগ্রহ করে Working Day and Hour এ চালান জমা করুন।
আমার নাম AOJIM HOWLADER কিন্তু এ চালানে AOJIM আমার ভূল হয়েছে , এখন আমার করনীয় কি?
সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন।
চালানের টাকা ফেরত পাওয়ার উপায় ?
অল্প টাকা হলে বাদ দিন। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ফেরত পাওয়া যাবে না।
৫০৭৫০ টাকা পেমেন্ট হয়ে গেছে। করণিয় জানিয়ে উপকৃত করবেন
চালানের মাধ্যমে একবার অর্থ জমা হলে অর্থ মন্ত্রণালয়ের মঞ্জুরী ছাড়া উত্তোলন করা যায় না। আপনি প্রথমে গেইটওয়ের ব্যাংক বা বিকাশ অন্য কোন মাধ্যমে জমা হলে সেখানে আবেদন করুন। অতপর তাদের প্রত্যয়নপত্র ও প্রমানক সহ অর্থ মন্ত্রণালয়ে আবেদন করুন। https://bdservicerules.info/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4/
অটোমেটেড চালান সিস্টেমের কাস্টমার হেল্পলাইন নাম্বার দেয়া যাবে, প্লিজ।
সংশ্লিষ্ট ব্যাংকে যোগযোগ করতে হবে।
আপনার ফোনে কোন মেসেজ আসছে?
মেসেজ আসে
# চালান কোড নাম্বার ভুল হয়েছে ।
কোড নং: 1-4541-0000-2681 (Miscellaneous Receipts) কোডে জমা হবে –
কিন্তু কোড নং: 1-4541-0000-2017 (Testing Fees) জমা হয়েছে।
এখন 1-4541-0000-2681 (Miscellaneous Receipts) কোডে নিতে হলে তক করণীয়?
আধিদপ্তর এক (পরিবেশ)
যে ব্যাংকের মাধ্যমে এ চালান জমা দিয়েছেন সেখানে যোগাযোগ করুন। তবে আমার জানামতে অর্থমন্ত্রণালয়ের আদেশ ছাড়া চালানের টাকা উঠানো যায় না।
ABC লাইসেন্স এর জন্য সোনালী ব্যাংক এ অটোম্যাটিক চালান এর দুইটি কাগজ দিয়েছে একটা ট্রেকিং নাম্বার। আরেক টা চালান নাম্বার। এখন দুইটি স্লিপ এর মাঝে আমরা কোন স্লিপ টা দিয়ে আবেদন করবো কোনটা আপলোড করবো।
চালান দিয়ে।
Pingback: Challan Deposit by online । ঘরে বসেই অনলাইনে চালানে টাকা জমা দেয়া নিয়ম দেখুন - Technical Alamin
Pingback: Challan Deposit by online । ঘরে বসেই অনলাইনে চালানে টাকা জমা দেয়ার নিয়ম দেখুন - Technical Alamin
Pingback: এ চালান- অটোমেটেড চালান সিস্টেম ২০২৩ । অনলাইনে চালান জমা ও ফরম পূরণ করার নিয়ম কি? » বাংলাদেশ সার্
Your A Challan Site Is not Working . How can I Give You Challan .
https://ibas.finance.gov.bd/acs/ this link shows Error .
Now check it
আমার একটা পাসপোর্ট চালানের নামের বানান ভুল হয়েছে করনীয় কি আমার ।
তাতে কোন সমস্যা নেই। অন্যান্য তথ্য ঠিক থাকতে হবে। পুরো নামটা ভুল না হলেও হয়।
Pingback: ই পাসপোর্ট ফি কত? । ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম ২০২৩ - Technical Alamin
নভেম্বর ২০২৩ মাসে উৎসে কর্তন কৃত কর জমা দেওয়ার জন্য করবর্ষ কত হবে? ২০২৩-২৪ নাকি ২০২৪-২৫
আপনি জুলাই মাসে সারা মাস ধরে বিভিন্ন কর্ম দিবসে বিভিন্ন খাতে উৎসে কর কর্তন করেছেন। সেই কর্তনকৃত কর পরের মাসে অর্থাৎ অগাস্ট মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে আপনাকে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দিতে হবে।
আমি ই-পাসপোর্ট এর চালানের নামের মধ্যে শুধু বাংলা নাম আসছে ইংরেজীতে আসেনি । এখন এটা কীভাবে সংশোধন করবো দয়া করে জানাবেন।
বাংলা নাম আসলেও তো চালান জমা নিবে।
Pingback: এ চালান- অটোমেটেড চালান সিস্টেম ২০২৪ । অনলাইনে চালান জমা ও ফরম পূরণ করার নিয়ম কি? » বাংলাদেশ সার্