Sonali e wallet – সোনালী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং এর অংশ হিসেবে গুগল প্লে স্টোরে চালু করেছে সোনালী ই ওয়ালেট। আপনার যদি একটি স্মার্টফোন থাকে তবে আপনি তা সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করে অনলাইন হতেই যে কোন সময় একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।

আপনার মাসিক বেতন বা পেনশন জমা হয়েছে কিনা বুঝতে পারছেন না? আপনার স্মার্টফোনে যদি সোনালী ব্যাংকের ই ওয়ালেট থাকে তবে আপনি ব্যাংক একউন্ট যুক্ত করে সহজেই দিন বা রাত যে কোন সময় একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। ব্যাংক হিসাব চেক করতে হলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপস এ লগিন করবেন এবং Bank Balance এ ক্লিক করবেন যেখানে আপনি আপনার ব্যাংকে কত টাকা জমা আছে তা দেখতে পাবেন। Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে।

সোনালী ব্যাংকের এক একাউন্ট থেকে সোনালী ব্যাংকের অন্য শাখার যে কোন একাউন্টে ২৪ ঘন্টা যে কোন সময় টাকা পাঠানো। সোনালী ব্যাংকের একাউন্ট থেকে BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো। একাউন্ট থেকে Wallet এ টাকা নিয়ে মোবাইল রিচার্জ করা। এছাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করা যাবে। আরও একটি বড় সুবিধা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবেন। Sonali e wallet helpline number । সোনালী ই ওয়ালেট হেল্প লাইন

সোনালী ই ওয়ালেট ব্যবহার করে ব্যাংক ব্যালেন্স চেক / যে কোন সময় ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবেন।

বিকাশ অ্যাপ ব্যবহার না করলেও চলবে, ই-ওয়ালেট টু ই ওয়ালেট টাকা ট্রান্সফার করতে পারবেন। যে কোন ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারবেন।

Bank Balance check by Sonali e wallet

Caption: Check your bank balance Now / ব্যাংক ব্যালেন্স চেক করুন এক ক্লিকেই

Bank Balance check by e wallet 2025 । সোনালী ই ওয়ালেট ব্যবহার করে কিভাবে ব্যালেন্স চেক করবেন?

  1. প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে Sonali e wallet ইনস্টল করবেন।
  2. Signup ব্যবহার করে Application সম্পন্ন করবেন যেখানে ব্যাংক একাউন্ট নম্বর, এনআইডি, মোবাইল নম্বর, রাউটিং নম্বর ও ব্রাঞ্চ সিলেক্ট করে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিবেন।
  3. ব্যাংক হতে ম্যানুয়ালি বা সরাসরি যোগযোগ করে অ্যাপ আবেদন অনুমোদন করাবেন।
  4. এখন আপনি অ্যাপ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
  5. One Click on Bank Balance
  6. আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখানো হবে।
  7. যেহেতু এক হাজার টাকা ব্যালেন্স রাখতে হয় তাই এক হাজার টাকা কম দেখাবে।

সোনালী ই ওয়ালেট ব্যবহার করলে কি কোন চার্জ কাটবে?

না – ব্যাংক ব্যালেন্স দেখতে কোন চার্জ কাটে না। একই সাথে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবেন তাতেও কোন চার্জ কাটবে না। আপনি যদি এক ব্যাংক হতে অন্য ব্যাংক বিএফটিএন করে টাকা পাঠান তবুও কোন টাকা কাটবে না। সোনালী ই ওয়ালেটে Wallet Balance ব্যবহার করে পরিষেবা পেতে পারেন তাতেও কোন চার্জ নাই। বিএফটিএন এ যদিও কোন চার্জ কাটে না ভবিষ্যতে ১০ টাকা চার্জ কাটতে পারে প্রতি লেনদেনে সেই আবাস পূর্বেই পাওয়া গেছে।

FAQ

App ছাড়া কি ব্যালেন্স চেক করা যায় না?

উত্তর: যায়। আপনি মেসেজ দিয়েও চেক করতে পারবেন।

সোনালী ব্যাংকের ব্যালেন্স বাটন মোবাইলে কিভাবে চেক করে?

উত্তর: SBL BAL লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে ব্যালেন্স দেখাবে।