রেজিস্ট্রেশন বিহীন বা বর্ডার ক্রস বাইক ধরলেই ১০ হাজার টাকা জরিমানা – হেলমেট না থাকলে ১ হাজার টাকা জরিমানা গুণতে হবে– Biker’s Documents on Road 2023
ড্রাইভিং লাইসেন্স না থাকলে?– ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ অনুসারে ৫০০০ টাকা জরিমানা – দ্রুতগতিতে গাড়ি চালালে ১০০০-২০০০ টাকা পর্যন্ত জরিমানা– ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত ২০২২
বাইকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে বড় জরিমানার সম্মুখীন হবেন– বাইক চালকগণের অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু জরিমানা সংক্রান্ত আইন জানা জরুরি। হেলমেট না থাকলে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল । মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইন সংশোধন ২০১৯ অনুসারে হেলমেট ছাড়া /সীটবেল্ট ছাড়া গাড়ী চালালে ১০০০ টাকা জরিমানা হতে পারে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা মোটরযান চালানর ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা। বিপদজ্জনক ভাবে গাড়ি চালালে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা। জরুরী ভিত্তিক গাড়িকে পথ না ছাড়লে ১০,০০০ টাকা জরিমানা। ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২ । হেলমেট না থাকলে জরিমানা কত টাকা
তাই বাইক নিয়ে বেরুনোর সময় অবশ্যই নিচের ৪টি জিনিস আপনার কাছে আছে কিনা তা চেক করে নিবেন। এছাড়া অনেক আইন কানুন আছে যা মাধ্যমে চাইলে পুলিশ আপনাকে কেস খাইয়ে দিতে পারেন। যেমন ধরুন আপনি যদি ওভার স্পিডে বাইক চালান, যদি কেডস না পড়ে স্যান্ডল পড়ে চালান বা কোন সিগনাল ব্রেক করেন ইত্যাদি কারণে আপনাকে জরিমানা পুলিশ চাইলে করতে পারে।
বাইক রেজিস্ট্রেশন না থাকলে প্রয়োজনীয় ব্যাংক ড্রাফট কাগজ সাথে রাখুন / এই ৪টি বিষয় খেয়াল রাখুন তাতে করে পুলিশ ধরবে না
বাইকের নম্বর প্লেট থাক বাধ্যতামূলক। তাই নম্বর প্লেট থাকবেই যদি রেজিস্ট্রেশন করা থাকে। এখন না পেলে একটি কাগজে আপাতত প্রিন্ট করে নিন।
Caption: Biker’s Documents on Road 2023
বাইকের সাথে কি কি কাগজ রাখতে হবে? সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে যেসক কাগজপত্র সাথে রাখতে হবে
- চালকের ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড সঙ্গে রাখতে হবে।
- মোটরযানের নিবন্ধন সনদ বা Registration Acknowledgement Slip বা স্মার্ট কার্ড সঙ্গে রাখতে হবে।
- হালনাগাদ ট্যাক্সটোকেন বা কর পরিশোধ সনদপত্র সঙ্গে রাখতে হবে।
- হেলমেট পড়তে হবে -বাইকার ও পিলিয়ন।
বাইক ইন্সুরেন্স কাগজ লাগে না?
না। লাগে না। মোটর সাইকেল বা ব্যক্তিগত গাড়ি যে কোন ধরনের মোটরযানে ইন্সুরেন্স না থাকলেও চলবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক নয় এবং এ আইনের অধীনে ইহা লংঘন করা হলে কোনো দন্ডের বিধান নেই।