সোনালী ব্যাংক চালান যাচাই, ই চালান Automated challan verification, নতুন চালান ফরম, সোনালী ব্যাংক চালান ফরম pdf, চালান ফরম কোড, Automated challan system, Automated challan system bd,

Challan Verification । ঘরে বসে বা আপানার মুঠো ফোনে অনলাইনে চালান যাচাই করুন ।

অনলাইনে ঘরে বসে চালান যাচাই করা যায় – ই-চালান বা ব্যাংক চালান – ট্রেজারি চালান

ট্রেজারি চালান – সরকারি কোষাগারে অতিরিক্ত গৃহীত অর্থ জমা প্রদান করা হয়। এছাড়াও ভ্যাট আয়কর এবং বিভিন্ন ফি -পাসপোর্ট ফি, পরীক্ষার ফি বা সরকারি বিভিন্ন প্রকার ফি চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। সরকারি কোষাগারে চালান জমাপ্রদানের জন্য বিভিন্ন ধরনের কোড রয়েছে। যে সমস্ত কোডে অর্থ জমা প্রদান করতে হয়।

সরকারি কোষাগারে চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সমস্ত কোডসমূহ ১৯৯৮। নির্ধারিত কোড সমূহ অর্থ জমা করার পরে আপনি চাইলে কোড পরিবর্তন করত পারবেন না। একবার টাকা জমা হয়ে গেলে আপনি সেটি আর উত্তোলনও করতে পারবেন না। তাই চালানের মাধ্যমে অর্থ জমাদানের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে।

ই-চালান বা ব্যাংক চালানের মধ্যে পার্থক্য কি? ই -চালান হচ্ছে অনলাইন বা ইলেকট্রানিক চালান এবং ব্যাংক চালান বা ট্রেজারি চালান একই খাতে জমা হয়। একটি মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে জমা দেয়া যায় অন্যটি নগদ অর্থ ব্যাংকে জমা দিতে হয়। দুটি চালানের কপিই অনলাইনে যাচাই করা যায়।

How to verify Challan from online / Challan verification by online

আপনার অর্থ ব্যাংক চালানের মাধ্যমে জমা হয়েছে কিনা তা আপনি অনলাইনে যাচাই করে দেখতে পারেন। সেটি আপনার কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে দেখতে পারবেন সেজন্য আপনাকে http://103.48.16.132/ এই আইপি এড্রেস বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

Challan verification by online

Caption: Challan verification website or ip address which is liked to Bangladesh Bank and Sonali Bank limited.

How to complete challan verification by online

  1. First Make a google search by “challan verification by online”
  2. Click First Link :  “Online Chalan Verification”
  3. Input Challan date ( যে তারিখে চালান জমা দেয়া হয়েছে)
  4. Select Deposited in (যে মাধ্যমে অর্থ জমা দিয়েছেন)
  5. Select Bank (Bangladesh Bank or Sonali Bank) যে ব্যাংকে অর্থ জমা দিয়েছেন।
  6. Select Branch (যে ব্যাংকের যে ব্রাঞ্চে অর্থ জমা দিয়েছেন)
  7. Input Challan No (ব্যাংক শাখা কর্তৃক যে চালান নম্বরটি লাল কালিতে লেখা হয়েছে)
  8. Just Click Verify
  9. You are done
  10. আপনি যে এমাউন্ট অর্থ জমা দিয়েছেন তা দেখতে পারবেন এবং কি বাবদ জমা দিয়েছেন তা উল্লেখ থাকবে।

চালানে জমাকৃত অর্থ কি উত্তোলন করা যায়?

না। ব্যাংক সূত্রে জানা গেছে যে, অনলাইন বা অফলাইনে ব্যাংকে ট্রেজারি চালান বা চালানে জমাকৃত অর্থ উত্তোলন করা যায় না। অনলাইনে যদি চালান জমা বা ব্যাংকে চালানের মাধ্যমে অর্থ জমা সম্পন্ন করেন তাহলে সেটি সরাসরি সরকারি কোষাগারে জমা হয়। তাই এ অর্থ ফেরত পাওয়া বা চালান ভাঙ্গিয়ে নগদায়ন করা যায় না। তাই চালানের মাধ্যমে অর্থ জমা প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে, এটি কোনভাবে উত্তোলন করা বা ভাঙ্গানো যাবে না।

 

অনলাইনে চালান ভেরিফিকেশন করবেন যেভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *