বর্তমান সময়ে অভাব বা অন্য কোন প্রয়োজনে ব্যাংক লোন নিতে হয়। ব্যাংক লোন ছাড়া ব্যক্তিগত প্রয়োজন বা বাড়ি গাড়ি করা খুবই দুরূহ হয়ে পড়েছে। তাই লোন নিতে হলে আপনি ডাচবাংলা ব্যাংকের দ্বারাস্থ হতে পারেন।
ডিবিবিল হোম লোন
- @৭.৫০% মাত্র।
- সর্বোচ্চ ২.০০ কোটি টাকা পর্যন্ত।
- অন্য যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টেক ওভারের ক্ষেত্রে @ ৭.০০% মাত্র।
- ফ্ল্যাট বা বাড়িক্রয়, নির্মাণ, বর্ধিতকরণ, সংস্কার ইত্যাদি প্রয়োজনে নিতে পারেন।
- সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ যে কোনো স্থানে বাড়ি ক্রয়/ নির্মানের জন্য নিতে পারেন।
- রিফাইন্যান্স সুবিধা (নিজের টাকায়/ অর্থায়নে বাড়ি) ফ্ল্যাট ক্রয়/ নির্মাণ পরবর্তী ২ বছরের মধ্যে পুন:অর্থায়ন)।
ডিবিবিএল পার্সোনাল লোন
- @৭.৫০% মাত্র।
- সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত।
- অন্য যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টেক ওভারের ক্ষেত্রে @ ৭.০০% মাত্র।
- সহজ শর্তাবলী
ডিবিবিএল কার লোন
- @৭.৫০% মাত্র।
- সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত।
- রিফাইন্যান্স সুবিধা ( রেজিস্টার্ড গাড়ির বিপরীতে ঋণ প্রদান)।
উপরোক্ত যে কোন লোনের জন্য আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে ব্যাংক কর্মকর্তা আপনার সাথে যোগাযোগ করবেন। Dutch-Bangla Bank personal loan calculator
সূত্র: ডিবিবিএল ব্যাংক
সোনালী ব্যাংক হতে পার্সোনাল লোন এখন ১০ (দশ) লক্ষ টাকা নেয়া যাবে।
DBBL Bangladesh