DPE Teacher Waiting List 2024 । প্রাথমিকের তৃতীয় ধাপের অপেক্ষমান তালিকা হতে নিয়োগ দেয়া হবে কিনা - Technical Alamin
Latest News

DPE Teacher Waiting List 2024 । প্রাথমিকের তৃতীয় ধাপের অপেক্ষমান তালিকা হতে নিয়োগ দেয়া হবে কিনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ৩য় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে-যারা সুপারিশ প্রাপ্ত পদে যোগদান করবে না সেসব পদে ওয়েটিং লিষ্ট হতে নিয়োগ দেয়া হয়-এটি অর্থমন্ত্রণালয়ের একটি নীতিমালা-DPE Teacher Waiting List 2024

ওয়েটিং লিষ্ট কি হবে? হতে পারে। সম্প্রতি প্রাইমারি তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। যারা সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রতিবছরই চূড়ান্ত রেজাল্ট দেবার কিছুদিন পর অপেক্ষমান তালিকার রেজাল্ট পাবলিশ করে। যেমন- ২০২৩ এর প্রথম ধাপের বিজ্ঞপ্তি থেকে পরবর্তীতে ৫৫ জনকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান করা হয়েছে।  আশা হারাবার কিছু নেই ওয়েলিং লিস্টেও আপনার নাম আসতে পারে তাই ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।

সরাসরি কোন নিয়োগ হবে না? না। শুণ্য পদে তালিকা হতে পদায়ন করা হবে। অপেক্ষমাণ তালিকা সংরক্ষণের মেয়াদ হবে বিবেচ্য বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে ০১ (এক) বৎসর বা শূন্য পদ পূরণের জন্য পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ যেটি আগে ঘটে। নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমাণ তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট সিট উপস্থাপনপূর্বক শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে। পাশাপাশি কমিটির উপস্থিতিতে অপেক্ষমাণ তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।

Waiting list 2024 / নতুন অপেক্ষমান তালিকা তৈরি হতে পারে

নিয়োগ নিয়োগ বিষয়ক কমিটির সুপারিশ –সরকার মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর/পরিদপ্তর/অধিদপ্তর, স্বায়মশাশ্বসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে ১৩-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

Caption: pde instruction

শুন্যপদে বিপরীতে অপেক্ষমান তালিকা ২০২৪ । অপেক্ষমান তালিকা কোথায় দেখা বা পাওয়া যাবে? 

  1. ডিপিসি কর্তৃক অপেক্ষমাণ তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং
  2. সদস্য সচিব কর্তৃক প্রার্থীকে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে অবহিত করতে হবে।
  3. অপেক্ষমাণ তালিকা হতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরে নির্ধারিত হবে।
  4. ডিপিসি অপেক্ষমাণ তালিকার কোনো প্রার্থীকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করলে তার জ্যেষ্ঠতা তার ঐ পদে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে।
  5. অপেক্ষমাণ তালিকা হতে দুই বা ততোধিক প্রার্থী যদি একই দিনে একই পদে যোগদান করেন সেক্ষেত্রে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্বে প্রস্তুতকৃত রেজাল্টের মেধাক্রম অনুসারে নির্ধারিত হবে।
  6. তবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং বয়স একই হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

যে কোন অপেক্ষমান তালিকা হতে কি নিয়োগ প্রদান করা যাবে?

না। যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হবে, ডিপিসি কর্তৃক সেই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে অন্য কোনো বিজ্ঞাপনের শূন্য পদ বা অন্য কোনোভাবে পদ শূন্য হলে উক্ত শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমাণ তালিকার কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা যাবে না।

   
   
   
https://bdservicerules.info/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *