ডলার রেট বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক ডলার রেট, ১ ডলার কত টাকা বাংলাদেশে, ১০০০ ডলার বাংলাদেশের কত টাকা, ১ ডলার বাংলাদেশের কত টাকা ২০২২, 1 ডলার কত টাকা 2022, ব্যাংক রেট কত ২০২২, ডলারের একক রেট নির্ধারণ ২০২২

Foreign remittance in Bangladesh 2022 । রেমিটেন্সের ক্ষেত্রে ডলার রেট সর্বোচ্চ ১০৮ টাকা।

বাংলাদেশ ব্যাংক ডলার রেট আজকের – ইউএস ডলারের ব্যাংক বিনিময় হার 106.90 টাকা নির্ধারিত থাকলেও রেমিটেন্স ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ১০৮ টাকা ও ৯৯ টাকা নির্ধারণ – Foreign remittance in Bangladesh 2022

রেমিট্যান্স বিনিময় হার নির্ধারণ– বাংলাদেশের মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করেছে ফলে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়বে।

ইউএস ডলার রেট কম থাকায় প্রবাসীরা হুন্ডির দিকে ঝুকেঁ পড়ে। গত সোমবার অর্থা১২/০৯/২০২২ তারিখ থেকে দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার হবে সর্বোচ্চ ১০৮ টাকা কার্যকর হয়। সঙ্গে সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হলে রেমিট্যান্সে মিলছে ১১০ টাকা ৫০ পয়সা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে সর্বোচ্চ ৯৯ টাকা পাচ্ছেন ব্যবসায়ীরা বা রপ্তানিকারকরা। আজকের ডলার রেট দেখুন

গত রবিবার ১১/০৯/২০২২ তারিখ রোববার এবিবি নেতাদের সঙ্গে বৈঠকের পর বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ডলারের এই বিনিময় হার ঘোষণা করেন। তিনি বলেন, এই বিনিময় হার সোমবার থেকে কার্যকর হবে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন আনা হতে পারে।

ইউএস ডলার বিনিময় হার পুন:নির্ধারণ / নতুন রেটে বাড়তে বৈধ পথে রেমিটেন্স আসার হার ২০২২

ডলারের বাজারে অস্থিরতা কমাতেই রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বিনিময় হার পরিবর্তন করা হয়েছে।

Caption: US Dollar New Remittance Rate 2022 / Foreign remittance in Bangladesh 2022

ইউএস ডলার বিনিময় হার ২০২২ । New Rate For Remittance and Export to Foreign Country

  1. Remittance to Bangladesh 108 taka +2.5% Extra benefit
  2. Export Product to foreign 99 Taka

ব্যাংক হতেই কি এ রেট পাওয়া যাবে?

হ্যাঁ পাওয়া যাবে – সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, পাঁচদিন পর এই রেট পর্যালোচনা করে প্রয়োজনে তাতে পরিবর্তন আনা হবে। এর আগে বৃহস্পতিবার ডলারের বাজারে করণীয় নির্ধারণে এবিবি ও বাফেদার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ব্যাংক। ওই বৈঠকে ডলারের বাজার পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানি পরিস্থিতি বুঝতে সময় নেয় ব্যাংক নির্বাহী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর এই দুই সংগঠন।