GPF Check 2022 – A Subscriber can check gpf by cafofpm– But in Few days, CAFOPFM website is not responding to send OTP to Subscriber Mobile Number, For that reason none can check gpf balance or profit sheet or GPF Slip.

বর্তমানে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটটি মোবাইলে ওটিপি প্রেরণ করছে না । তাই সিএএফওপিএফএম বা CAFOPFM ওয়েবসাইট ব্যবহার করে জিপিএফ স্লিপ বা জিপিএফ মুনাফা দেখা যাচ্ছে না। আপনি চাইলে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারেন। আবার আপনার অফিসের ডিডিও আইডি’র মাধ্যমেও আপনি জিপিএফ ব্যালেন্স চেক, লেজার দেখা বা জিপিএফ স্লিপ প্রিন্ট কপি বা অনলাইন কপি ডাউনলোড করতে পারেন।

আইবাস++ ডিডিও আইডি হতে জিপিএফ স্লিপ বের করা বা জিপিএফ লেজার দেখা খুবই সহজ। আসুন দেখে নিই কিভাবে জিপিএফ স্লিপ বা লেজার বের করতে হবে। Login to ibas++ DDO ID>Accounting>GPF Management>GPF Report>Select GPF Accounts Slip or GPF Sub ledger>Select Fiscal Year>Input NID>Run Report>done

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট সাময়িকভাবে ওটিপি মেসেজ দিচ্ছে না / জিপিএফ চেক করা যাচ্ছে না

CAFOPFM ঠিক ভাবে ওয়ার্ক করছে না ফলে ওটিপি আসছে না। কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি।

জিপিএফ চেক করা যাচ্ছে না

Caption: OTP page for gpf checking from cafopfm.gov.bd

How to get gpf accounts slip or gpf sub ledger from ibas++

  1. ডিডিও আইডি হতে আইবাস++ এ লগিন করে Accounting Module এ ঢুকুন।
  2. GPF Management এ ক্লিক করে রিপোর্টস এ যান।
  3. জিপিএফ একাউন্ট স্লিপ বা জিপিএফ সাবলেজার সিলেক্ট করুন।
  4. কর্মচারীর এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন।
  5. অর্থ বছর সিলেক্ট করুন।
  6. Run Report ক্লিক করলেই জিপিএফ স্লিপ বা সাবলেজার দেখাবেন।

CAFOPFM কত দিনে ঠিক হতে পারে?

CAFOPFM OTP Problem – বেশ কিছু দিন ধরেই জিপিএফ অনলাইনে গ্রাহক পর্যায়ে চেক করা যাচ্ছে না। ওয়েবসাইট বা সার্ভার মেইনটিন্যান্স জনিত কারণে সাধারণ এটি হচ্ছে না। জিপিএফ মুনাফা পরিবর্তন আসার কারণে অর্থ বছর শেষ হচ্ছে এমন অবস্থায় অ্যালগরিদম সেট বা পবিরর্তনের জের ধরেই হয়তো ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ কাজ চলমান আছে। এ মাসেই সার্ভার মেইনটেইন্স শেষ হতে পারে। আশা করছি আগামী জুলাই হতেই জিপিএফ চেক করা যাবে। ধন্যবাদ

https://technicalalamin.com/gpf-balance-check-bd-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/