হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) 2025 । মরণঘাতি ভাইরাস সম্প্রতি চীনে ও পার্শ্ববর্তী দেশ সমূহে ছড়িয়ে পড়ায় সতর্কতা কি কি? - Technical Alamin
Latest News

হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) 2025 । মরণঘাতি ভাইরাস সম্প্রতি চীনে ও পার্শ্ববর্তী দেশ সমূহে ছড়িয়ে পড়ায় সতর্কতা কি কি?

সম্প্রতি চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় এবং পার্শ্ববর্তী দেশ সমূহে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে–হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) 2025

ভাইরাসটি কি চীন হতে উৎপত্তি? চীন সহ উপমহাদেশে বিভিন্ন দেশে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশী বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশী দেখা যায়। সেই সাথে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবর্তী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মত বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রার্দুভাব দেখা দেয়ায় বাংলাদেশ এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। যার জন্য সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং পয়েন্টস অব এন্ট্রি সমূহে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই প্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছু নির্দেশনা অনুসরণ করা এবং জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা  হয়েছে।

হিউম্যান মেটানিউমো ভাইরাস কি? হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) একটি শ্বাসতন্ত্রের সংক্রমণকারী ভাইরাস, যা সাধারণত সর্দি-কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। এই ভাইরাসটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং গুরুতর শ্বাসকষ্টের কারণও হতে পারে।

এইচএমপিভি কি? HMPV virus structure। এইচএমপিভি হলো রেসপিরেটরি সিনসিয়া ভাইরাস (RSV) পরিবারভুক্ত একটি মৌসুমী ভাইরাস। ২০০১ সালে এই ভাইরাসটি আবিষ্কৃত হয়। এই ভাইরাসটি শ্বাসতন্ত্রের উপরিভাগ ও নিচের অংশে সংক্রমণ ঘটায়। এইচএমপিভির উপসর্গ সাধারণত অন্যান্য সাধারণ সর্দি-কাশির মতোই। এর মধ্যে রয়েছে:
  • কাশি
  • জ্বর
  • নাক বন্ধ হয়ে যাওয়া
  • গলা ব্যথা
  • শ্বাসকষ্ট (গুরুতর ক্ষেত্রে)

ইচএমপিভি অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা নাক দিয়ে বের হওয়া ফোঁটা থেকে এই ভাইরাস অন্যদের শরীরে প্রবেশ করে।

শিশুরা এই ভাইরাসের প্রতি বেশি সংবেদনশীল। বয়স্কদেরও এই ভাইরাস আক্রান্ত করতে পারে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি।

Caption: Govt. Instructions

হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) 2025 । সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা কি কি?

  1. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগ সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাছ ব্যবহার করুন।
  2. হাঁচি কাশি সময় বাহু/ টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।
  3. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ৪। আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংম্পন্ন এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখুন।
  4. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোন (অন্তত ২০ সেকেন্ড)
  5. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।
  6. আপনি জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
  7. মেডিকেল কলেজ ও হাসপাতাল (সকল)
  8. সিভিল সার্জন (সকল জেলা)
  9. জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক (সকল)
  10. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সকল)
  11. বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা (সকল)
  12. বন্দর স্বাস্থ্য কর্মকর্তা (সকল)

সুস্থ্য হতে কয়দিন লাগে?

বাংলাদশে সরকারের সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর, পরিস্থিতির উপর সর্তক দৃষ্টি রাখছে হিউম্যান মেটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মত ফ্লু এর মত উপসর্গ সৃষ্টি করে। যা সাধারনত ২-৫ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই আতঙ্কিত হওয়ার দরকার নাই। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

   
   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *