HSC Result Check Challenge Process 2025 । ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু? - Technical Alamin
Latest News

HSC Result Check Challenge Process 2025 । ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী শিক্ষার্থীরা ১৫/১০/২০২৫ থেকে ২১/১০/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কোনো ধরনের ম্যানুয়াল বা হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না বলে বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আবেদনের নিয়মাবলী:

১. অনলাইনে আবেদন: আবেদন করতে হবে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd -এ। ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. মোবাইল নম্বর: পরবর্তী ধাপে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৩. বিষয় নির্বাচন ও ফি প্রদান: এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

৪. পরীক্ষা ফি: প্রতি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে (যেমন- বাংলা, ইংরেজি) উভয়পত্রের জন্য আবেদন করতে হবে এবং ফি প্রদান করতে হবে।

৫. ফি পরিশোধের মাধ্যম: ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, সোনালী সেবা, DBBL রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে বিল দেওয়া যাবে। ফি পরিশোধের বিস্তারিত পদ্ধতি পোর্টালেই ‘সহায়িকা’ বাটনে ক্লিক করে দেখা যাবে।

৬. অতিরিক্ত বিষয় যোগ: একবার ফি প্রদান করার পর আবেদন জমা দিয়েও যদি কোনো শিক্ষার্থী আরও বিষয় যুক্ত করতে চান, তবে নতুনভাবে তথ্য পূরণ না করে ‘সহায়িকা’ মেনুর ‘ফের আবেদন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়ের সঙ্গে অতিরিক্ত বিষয় যোগ করা যাবে।

৭. ফি ফেরত নয়: ফি জমা দিয়ে আবেদন করার পর কোনো অবস্থায়ই আবেদন বাতিল করা যাবে না এবং কোনো ফি ফেরত দেওয়া হবে না।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন কেবল অনলাইনে উল্লেখিত সময়ের মধ্যে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

হ্যাঁ, ঢাকা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন শুরু হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সূচী নিচে দেওয়া হলো:

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন প্রক্রিয়া ২০২৫

বিষয়তথ্য
আবেদন শুরুর তারিখ১৭ অক্টোবর ২০২৫ (শুক্রবার)
আবেদনের শেষ তারিখ২৩ অক্টোবর ২০২৫
আবেদন পদ্ধতিশুধুমাত্র অনলাইনে (ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না)
আবেদনের ওয়েবসাইটhttps://rescrutiny.eduboardresults.gov.bd
ফি-এর পরিমাণপ্রতি পত্রের জন্য ১৫০ টাকা
ফি পরিশোধের মাধ্যমবিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিম

আবেদনের ধাপসমূহ (HSC Result Check Challenge Process 2025)

ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া বর্তমানে টেলিটক এসএমএস পদ্ধতি-এর পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমেও করা যাচ্ছে। বোর্ড কর্তৃক নতুন নিয়মে অনলাইনে আবেদনের পদ্ধতি অনুসরণ করুন:

১. পোর্টালে প্রবেশ:

২. তথ্য পূরণ:

  • নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন।
  • ড্রপ-ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  • সাবমিট বাটনে ক্লিক করুন।

৩. মোবাইল নম্বর প্রদান:

  • একটি সচল মোবাইল নম্বর দিন। এই নম্বরেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে SMS-এর মাধ্যমে জানানো হবে।

৪. বিষয় নির্বাচন ও ফি প্রদান:

  • পরবর্তী স্ক্রিনে আপনার বিষয়ভিত্তিক ফল দেখা যাবে।
  • যেসব বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চান, সেই বিষয়গুলো নির্বাচন করুন।
    • গুরুত্বপূর্ণ: দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের (যেমন: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) ক্ষেত্রে, উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
  • বিষয় নির্বাচন শেষে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
  • প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে মোট প্রদেয় ফি স্ক্রিনে দেখা যাবে।
  • বিকাশ, নগদ, রকেট সহ অন্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ সম্পন্ন করুন।

৫. চূড়ান্ত জমা:

  • ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে জমা দিন।

⚠️ মনে রাখবেন: একবার আবেদন জমা দেওয়ার পর আর বাতিল করা যাবে না এবং কোনো ফি ফেরত দেওয়া হবে না। আবেদন শুরুর তারিখ ১৭ অক্টোবর এবং শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *