online gpf slip from ibas++

iBAS++ অনলাইনে GPF Balance Check করবেন যেভাবে।

কর্মকর্তাগণ অনলাইনেই GPF Slip সংগ্রহ করতে পারেন – GPF Slip from ibas++ Officer’s only – GPF Slip

আইবাস++ জিপিএফ স্লিপ – সেল্ফ ড্রয়িং অফিসারগণ এখন অনলাইন হতে অনুমোদিত জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারেন। এজি অফিস হতে এই জিপিএফ স্লিপ অনুমোদিত করে দেওয়া হয় অনলাইনেই, তাই এটিতে কোন স্বাক্ষরের প্রয়োজন পড়ে না।

After getting gpf slip from online you have to check that gpf slip is approved or unapproved? যদি জিপিএফ স্লিপে অনুমোদিত কথাটি লেখা থাকে তবে বুঝতে হবে হিসাবরক্ষণ অফিস এটি প্রতিপাদন করে দিয়েছে। যদি অননুমোদিত লেখা থাকে তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে ধরে নিতে হবে। অনুমোদিত লেখা অবস্থায় যদি কোন ভুলত্রুটি পরিলক্ষিত হয় তবে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।

চাঁদাদাতা তহবিল বিধিসমূহের অধীন যাকে মনােনয়ন দিয়েছেন তাতে কোন রকম পরিৰন করতে চান কিনা তা জানাতে অনুরােধ করা হয় স্লিপটিতে। সাধারণ ভবিষ্য তহবিল ফেলার সময় পরিবার পরিগ্রহ না করার দরুন যিনি মনােনয়ন দিতে পারেন নি, পরবর্তীতে তিনি তা করলে সঙ্গে সঙ্গে হিসাবরক্ষণ অফিসারকে জানতে হবে। যে বিবরণ পাঠান হলাে এর নির্ভুলতা সম্পর্কে নিজেকে নিঃসন্দেহ করার জন্য এবং যদি ভুল থাকে তবে এ বিবরণ পাওয়ার তিন মাসের মধ্যে হিসাব নিরিক্ষণ অফিসারকে জানাতে চাঁদা দাাকে অনুরােধ করা হয়।

How to get gpf slip from online / How to collect gpf slip from ibas++

[আইবাস++ সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ভুত এই প্রতিবেদনে কোন স্বাক্ষণ প্রয়োজন নেই]

How to get GPF Slip

Caption: Auto Generated gpf slip / No Signature is required for the auto gpf slip

How to collection gpf account balance from ibas++ in Bangladesh

  1. Login to ibas++ by using user id and password (Self SDO)
  2. Complete Captcha Entry
  3. Click Login
  4. Then Budget Execution
  5. Reports
  6. Pay bill Report
  7. Reports >Select from list
  8. My GPF Accounts Slip
  9. Select Fiscal Year
  10. Minded that you have select last financial year
  11. Select Language Bangla or English
  12. Run Report
  13. Done
  14. Print or download it

it is need to made signature by accounts officer?

No – This is system generated report, no need signature it by authority. You can get GPF advance by this slip or you can submit income tax return by this gpf slip without signature. Last word is that you can use it for any purpose by online print. Signature is not required to use it. স্লীপে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে ০৩ (তিন) মাসের মধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তাকে অবহিত করতে হবে।

GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *