বেতন বিল দাখিল – ২০১৮-১৯ অর্থ বছরে আইবাস++ চালু হলে শুধুমাত্র কর্মকর্তাদের বেতন বিল দাখিল করা যেত। বর্তমানে উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা আইবাস++ এ দাখিল করা যায়। শুধু শ্রান্তি ও বিনোদন ও ভ্রমন ভাতার বিল দাখিল করা যায় না। এগুলো ম্যানুয়ালি পাশ করে টোকেন ফেলা হয়। কর্মকর্তার প্রতিটি বিল তার লেজারে হিট করে।

কর্মচারীদের বেতন বিল দাখিল-২০২০-২০২১ অর্থ বছর হতে সকল সরকারি দপ্তরের  কর্মচারীদের বেতন বিল আইবাস++ এ অনলাইনে দাখিল করা যায়। ফলে অনেকগুলো কর্মচারীর বেতন বিল এক ক্লিকেই দাখিল করা যাচ্ছে। ফলে সময় এবং শ্রম সাশ্রয় হয়। তাছাড়া হিসাব রাখাও সহজ, অনলাইনে বিভিন্ন লেজার হতে তথ্য জেনারেট করা যায়।

হিসাব রিকনসাইল এখন খুব সহজ। আইবাস++ হতে মান্থলি সামারি বের করে এজির ম্যানুয়াল ও আইবাস কপির সাথে ম্যাচিং করে ভুল ত্রুটি সহজেই শনাক্ত করে সমন্বয় করা যায়। ibas++ Reports হতে বিভিন্ন ব্যয়ের রিপোর্ট সহজেই জেনারেট করে হিসাবায়ন ও বাজেট প্রস্তুত করা যায়।

Expenditure Report Summary from ibas++ / Checking Budget Balance from ibas++

আইবাস++ এর কল্যানে সহজেই ব্যয় ও অবশিষ্ট বাজেট নিয়ন্ত্রণ করা যায়। বাজেট বিয়োজন, উপযোজন, পুন:যোজন করা কোন ব্যাপারই না।

আইবাস++ সরকারি বাজেট নিয়ন্ত্রন সফটওয়্যার

Caption: আইবাস++ আসায় ভুয়া বিল শনাক্ত, প্রতিরোধ করা যায় খুব সহজেই

ঠিক কি কি কাজ আইবাস++ হতে সম্পন্ন করা যায়?

  1. মোবাইলে বা যে কোন স্থান হতে কয়মকর্তাগণ পে বিল দাখিল করতে পারে। বর্তমানে অ্যাপ ব্যবহার করেও কাজ সেরে নেয়া যায়।
  2. কর্মচারীদের বেতন বিল প্রতি মাসে দাখিল করা যায়।
  3. বিল এন্ট্রি করে চেক ইস্যু করা যায়।
  4. হিসাব সমন্বয় বা রিকনসাইল করণ।
  5. বাজেট প্রস্তুত ও নিয়ন্ত্রণ।
  6. আপডেট হচ্ছে-হিসাব সংক্রান্ত সকল কাজই করা যাবে।

আনুষাঙ্গিক বিলও কি দাখিল করা যায়?

হ্যাঁ আনুষাঙ্গিক বিল এন্ট্রি ও চেক ইস্যু এখন আইবাস++ এ করা হয়। সকল বিলের হিসাব রাখা সহজ। ডুপ্লিকেট বিল বা চেক ইসু্য প্রতিরোধ করা যায়। হাজারো ডেটা হতে কাঙ্খিত ডেটা খুজে বের করা যায়।

পেনশন প্রদান এখন খুবই সহজ ও স্মুথ হয়েছে। ভুয়া পেনশন বন্ধ হয়েছে আইবাস++ এর কল্যানেই। প্রতিমাসে বয়স্ক পেনশনগণকে যেখানে লাইনে দাড়িয়ে মাসিক পেনশন তুলতে হত। সেখানে প্রতিমাসে ব্যাংক হিসাবে পেনশন চলে যাচ্ছে।

জীবনের মহা মূল্যবান সময়টুকু যারা দেশের মানুষের কল্যানে ব্যয় করে যারা পেনশনে গিয়েছে তাদের মাসিক পেনশন পেতে যে ভোগান্তি পোহাতে হত। তারই অবসান যেন হল আইবাস++ এর আগমনে। ধন্যবাদ আইবাস++