ibas++ GPF Calculator । এজি অফিসে অনলাইনে কোন জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করে?
Accounts office ibas++ gpf calculator – হিসাবরক্ষণ কর্মকর্তার আইডিতেই কেবল এই জিপিএফ ক্যালকুলেটর রয়েছে – ibas++ GPF Calculator
অসম কর্তন বা মিসিং কর্তন হলেও হিসাব হবে ঠিক ঠাক – আইবাস++ এ যে ক্যালকুলেটর রয়েছে তা দিয়ে মাস ভিত্তিক এন্ট্রি অটো হয় ফলে জিপিএফ হিসাব সহজেই দেখা যায়। যদি কোন তথ্য মিসিং থাকে তবে তা এন্ট্রি দিয়ে ঠিক করা যায়। GPF Calculator দিয়ে একটি অর্থ বছরে Opening Balance দিয়ে মাস অনুযায়ী Subscription ও Refund এর টাকার অংক বসিয়ে Calculator এ cle করলে জিপিএফ এর হিসাব পাওয়া যাবে।
অটো হিসাব করার নিয়ম দেখুন । কিভাবে জিপিএফ হিসাব চেক করে?
প্রথমত, আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd/ এড্রেসটি লিখুন অথবা সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।
দ্বিতীয়ত, তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন।
তৃতীয়ত, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।
চতুর্থত, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য শো করবে।
আইবাস++ জিপিএফ ক্যালকুলেটর ২০২৪ / যেসব ক্যালকুলেটর অনলাইনে সার্চ করলে পাওয়া যায় সেগুলো দিয়ে হিসাব সঠিক আসে না কেন?
অসম কর্তন বা একই মাসে দুই বেতন হওয়ায় দুটি জিপিএফ কর্তন ইত্যাদি কারণে সঠিক হিসাব আসে না।
Caption: Month wise gpf calculation / চলতি বছর সঠিক হিসাব করতে হলে ম্যানুয়ালি মাস ভিত্তিক মুনাফা হিসাব করতে হবে।
এজি জিপিএফ মুনাফা ক্যালকুলেটর ২০২৪ । আইবাস++ জিপিএফ ক্যালকুলেট যেভাবে কাজ করে
- প্রথমে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে হবে।
- মাস ভিত্তিক চাঁদা এন্ট্রি করতে হবে।
- সর্বোচ্চ ৪টি পর্যন্ত জিপিএফ অগ্রিম কর্তনের কিস্তি এন্ট্রি করতে হবে।
- উত্তোলন থাকলে দেখাতে হবে।
- Calculate ক্লিক করলেই কাজ শেষ।
এজি অফিস কি তাহলে জিপিএফ স্লিপ দেবে না?
না – প্রতি অর্থ বছর যেমন ২০২৩-২৪ খ্রিঃ এর ১লা জুলাই হতে এ কার্যালয়ের অধীনস্ত সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্য তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না। অনলাইন হতে ডাউনলোড করে এটি ব্যবহার করা যাবে কোন সাইন লাগবে না। তাছাড়া অনলাইন ক্যালকুলেটরে হিসাব হওয়ার কারণে ৩৭৫০ টাকা বা যে কোন এমাউন্ট চাঁদা কর্তন করা যায়।
https://ibas2.xyz/%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A4%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A3/
Pingback: Salary Statement from Ibas++ । আইবাস++ হতে যেভাবে কর্মচারীর বেতন বিবরণী বের করবেন - Technical Alamin
Pingback: GPF Excel Sheet Calculator । জিপিএফ মুনাফা বা সুদ হিসাব (নতুন নিয়মে) - Technical Alamin