iBAS++ GPF Correction । আইবাস++ জিপিএফ চাঁদা সংশোধন করার নিয়ম
আপনি যদি সেল্ফ ড্রয়িং অফিসার বা গেজেটেড কর্মকর্তা হয়ে থাকেন তা আপনি ১ম বা ২য় যে শ্রেণীর কর্মকর্তাই হউন না কেন! তবে আপনি আইবাস++ এ বেতন বিল দাখিল করার সময় তা সংশোধন করতে পারবেন। জিপিএফ সংশোধন করতে হলে আপনি মে বা জুন মাসের বেতন বিল দাখিল করার সময় GPF Correction নামে একটি অপশন পাবেন সেটির মাধ্যমে জিপিএফ চাঁদা হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন।
মূলত কোন মাস থেকে জিপিএফ কারেকশন করা যায়?
আপনি প্রতি বছর মে মাসের বেতন বিল দাখিল করার সময় আপনি আপনার জিপিএফ সাবস্ক্রিপশন পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে জুন মাসেও এটি পরিবর্তন করতে পারবেন। এ সময় আইবাস++ এ নিচের চিত্রের মত GPF Correction নামে একটি অপশন চালু হয়। সাধারণত বছরের অন্যান্য সময় বেতন বিল দাখিলের ক্ষেত্রে এই অপশনটি সজাগ বা চালু থাকে না।
GPF Correction Menu 2022
Caption: After Selection Salary month Click Go and you will find GPF corrction Option to edit GPF Subscription
How to Save GPF Correction Amount from SDO Menu?
- Login To SDO ibas++ using user ID and Password
- click Budget Execution
- Click Pay bill Submission
- Select Fiscal Year of Salary
- Select Month of Salary
- Click GO
- Check bellow GPF correction Menu
- Click GPF Correction and Edit your gpf amount
- Save
- Submit your bill as usual process
- done
জিপিএফ চাঁদার পরিমাণ কি বছরের অন্য সময় যেমন জুলাই বা আগস্ট মাসে পরিবর্তন করা যাবে?
হ্যাঁ যাবে। সেজন্য আপনাকে হিসাবরক্ষণ অফিসে গিয়ে উপজেলা/ জেলা হিসাবরক্ষণ অফিসারের আইবাস++ আইডিতে মাস্টার ডাটায় গিয়ে বা GPF Subscription Configuration এ ক্লিক করে তবেই পরিবর্তন করা যাবে। আপনি নিজের হাতেই জিপিএফ পরিবর্তন অপশন যেহেতু মে ও জুন মাসে পাচ্ছে তবে সেসব মাসেই জিপিএফ হ্রাস বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ
https://bdservicerules.info/gpf-correction-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B6%E0%A6%A8/