Korean Language Course । ১০০০/- টাকা দিয়ে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করুন

Korean Language Course । ১০০০/- টাকা দিয়ে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করুন

টিটিসিতে আপনি মাত্র ১ হাজার টাকায় ভর্তি ফি দিয়ে ভাষা শিক্ষা করতে পারবেন – Korean Language Course

সরকারি সনদ দিবে? – সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কোরিয়ায় চাকুরীর সুযোগ আছে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিএমইটির মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষরিত সরকারী সনদপত্র প্রদান করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ পরিচালিত মে হতে আগস্ট, ২০২৩খ্রি: সেশনে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।। আগ্রহী প্রার্থীকে বংলাদেশের নাগরিক হতে হবে। কোরিয়ায় যে কোন সেক্টরে কাজ করতে আগ্রহী এবং সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। আগ্রহী প্রার্থীকে কেন্দ্রের তথ্য সেল হতে আগামী ২১ মে, ২০২৩ খ্রি: পর্যন্ত সকাল ০৯:০০ ঘটিকা হতে দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে (সরকারী ছুটির দিন ব্যতীত) নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ ও যথাযথভাবে পূরণ পূর্বক জমা প্রদান করা যাবে ।

কোর্সের নাম কি? কোরিয়ান ভাষা শিক্ষা। আসন সংখ্যা ৩০ টি অর্থাৎ সীমিত আসন সংখ্যা রয়েছে। কোর্সের মেয়াদ ০৪ (চার) মাস।  শিক্ষাগত যোগ্যতা হিসেবে এস এস সি/সমমান পাস থাকতে হবে। কোর্স ফি ১০০০/- টাকা দিতে হবে।

সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা শিখুন / নামে মাত্র ফি দিয়ে ভাষা শিখুন

বাছাই পরীক্ষা তারিখঃ ২২ মে, ২০২৩ খ্রি: সকাল ১০:০০ টা।

Caption: Korean Language Cours

কোরিয়ান ভাষা কোর্স ২০২৩ । প্রার্থীর আবেদনের শর্তাবলী জেনে নিন

  • পূরণকৃত আবেদন পত্রের সাথে ৩৮ মিঃমিঃ x ৩৮ মিঃমিঃ সাইজের ০২(দুই) কপি সত্যায়িত ছবি ।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি এবং
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সংযুক্ত করতে হবে।
  • লটারিতে নির্বাচিত প্রার্থীগণ সরাসরি ভর্তির সুযোগ পাবেন।
  • বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত।
  • ক্লাস শুরু : ২৩/০৫/২০২৩ খ্রি: হতে ।

আবেদন কোথায় করা যাবে?

স্বশরীরে গিয়ে ফরম পূরণ সাপেক্ষে কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। লটারির মাধ্যমে প্রার্থী বাছই করা হবে। তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন : ০২৯৯৭৭৫৩২৪০, হেল্প ডেস্কঃ মোহাম্মদ রুহুল আমীন- ০১৭৭০-২১২৩৪৫, মোহাম্মদ মিনহাজ আলী- ০১৭৭৫১২৪৭০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *