ভোটার তথ্য হালানাগাদ – ভোটার তথ্য হালানাদ মানে পুরাতন ভোটার তথ্য সংশোধন বা হালনাগাদ নয় এটি মূলত ০১/০১/২০০৭ তারিখের পূর্বে যাদের জন্ম অর্থাৎ যাদের বয়স ১৬ বছর অতিক্রম করেছে তারাই নতুন ভোটারের আওতায় আসবে– জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২৪ । জন্ম নিবন্ধনে ডকুমেন্টগুলো কি কি?

নতুন ভোটার হওয়ার জন্য সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার পরে ও বায়োমেট্রিক প্রদান করার পরে উক্ত ভোটারের ডাটা নির্বাচন কমিশন এর সার্ভারে আপলোড করা হয় এবং সার্ভারে উক্ত ভোটারের AFIS যাচাই (ফিংগার প্রিন্ট যাচাই) সম্পন্ন হলে উক্ত ভোটারের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তার NID নম্বর জানিয়ে দেয়া হয়।

এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়ার পরে উক্ত ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার NID কার্ড ডাউনলোড করে নিতে পারে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৪ শুরুর পূর্বে একজন ভোটার উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার কয়েকদিনের মধ্যেই তার NID নম্বর ও NID কার্ড পেয়ে যেতো। এর কারন ছিলো যে তখন সারা বাংলাদেশের উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রতিদিন ভোটার হওয়া ব্যক্তিদের সংখ্যা কম ছিলো এবং তাই দ্রুতই তাদের AFIS যাচাই সম্পন্ন হতো। কিন্তু বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রতিদিন দেশব্যাপী হাজার হাজার ব্যক্তি ভোটার হচ্ছেন এবং তাদের ডাটা সার্ভারে আপলোড করা হচ্ছে।

এই বিপুল সংখ্যক ভোটারের AFIS যাচাই করার জন্য স্বভাবতই বেশি সময় লাগছে। তাই আগে যেখানে ১-২ দিনেই এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়া যেত, এখন সেখানে আনুমানিক ১৫-২০ দিনের মত বা ক্ষেত্র বিশেষে তার বেশিও সময় লাগছে।

এনআইডি কার্ড বিনা খরচে সংশোধন করা যাবে/ জানুয়ারিতে আসছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ ২০২৫

নতুন ভোটারগণ আইডি কার্ড কবে পাবেন? এ যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়ে NID কার্ড পাচ্ছেন, তাদের ভিতর যাদের জন্মতারিখ ০১-০১-২০০৫ পর্যন্ত, তাদের খসড়া ভোটার তালিকা ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হবে। উক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে উক্ত খসড়া ভোটার তালিকায় নাম আছে এমন কারো কোনো তথ্যে ভুল থাকলে তিনি ২০২৫ সালের জানুয়ারি মাসে বিনা খরচে ফ্রি ফ্রি তার তথ্য সংশোধন করে তার NID কার্ডের তথ্যের ভুল সংশোধন করে নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । আগামী জানুয়ারি মাসে বিনা খরচে সংশোধন করা যাবে

NID কার্ড ডাউনলোড । নতুন ভোটারদের NID SMS আসতে কত দিন সময় লাগে?

Caption: NID or Voter ID Card updating is going on । Jatio Porichaypatro halnagad Cholse

ভোটার স্লিপ বা জন্ম তারিখ ভুল দেখালে আপনার তথ্য সার্ভারে আপলোড হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

  1. Do google by NIDW
  2. Clcik Election Commission Bangladesh from google search results
  3. Now Click Smart Card Status and you will be redirected to new page
  4. Input NID and Date of Birth
  5. Complete Captcha Entry
  6. Click সাবমিট
  7. Done

নতুন ভোটারগণ এনআইডি কত দিনের মধ্যে পেতে পারে?

ডিসেম্বর মাস হালনাগাদের শেষ মাস – তাই যারা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৪ এ ভোটার নিবন্ধন করছেন, তাদের NID নম্বর পাওয়ার জন্য ধৈর্য্য ধারন করতে হবে। এটা যেহেতু সার্ভারে অটোমেটিক হয়ে থাকে, তাই অধৈর্য্য হলেও আপনার করনীয় কিছু নেই। জানুয়ারিতে খসড়া প্রকাশিত হওয়ার পর ভুল ত্রুটি ধরা পড়বে। মার্চ পর্যন্ত ফ্রিতে সংশোধন করা যাবে।

আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd