NID-তে ভুল সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদন ২০২২ - Technical Alamin
NID CARD INFO

NID-তে ভুল সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদন ২০২২

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের অনলাইন বা অফলাইনে ম্যানুয়ালি আবেদন করতে হয়। এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে হলেও পুনরায় ম্যানুয়ালি নিচের ফরম্যাটে আবেদন করতে হয়। 

বরাবর

উপজেলা নির্বাচন অফিসার 

খালিসপুর, খুলনা।

বিষয়: ভূল সংশােধন আবেদনটি বাতিল করার জন্য আবেদন।

মহাত্নন,

বিনীত নিবেদন এই যে, আমি মােঃ মনিরুজ্জামান, পিতা ও উসমান গণি, মাতা ও হাজেরা বেগম, বর্তমান ঠিকানা ও খান এ সবুর রােড, বিডিআর ক্যাম্প, গ্রাম ও গােয়ালখালী, উপজেলাঃ খালিস পুর, জেলা ও খুলনা। স্থায়ী ঠিকানা ও গ্রাম ও চরআলগী, ডাকঘর ও চরমছলন্দ, উপজেলা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। আমার আইডি নং- 7786588496। আমি আইডি কার্ড সংশােধনের জন্য অনলাইনে আবেদন করি। যাহার সংশােধন ক্রমিক নং- NIDCA6992485 । কিন্তু অদ্যবদি আমার কার্ডটি সংশােধন না হওয়ার সংশােধন আবেদনটি বাতিল করা বিশেষ প্রয়ােজন।

অতএব মহােদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, সংশােধন আবেদনটি বাতিল করিয়া বাধিত করিতে মর্জি হয়।

নিবেদক

তারিখঃ 

(মােঃ মনিরুজ্জামান) 

মােবাইল নং- 01777156296

 

NID-তে ভুল সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদন ২০২২ Word File: ডাউনলোড

জাতীয় পরিচয় পত্র (সংক্ষেপে এনআইডি কার্ড, যা আইডি কার্ড নামে বহুল প্রচলিত) হল বাংলাদেশী নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি, যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয়। তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশ নির্বাচন কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *