ছবি তুলেছেন এবং ফিঙ্গার দিয়েছেন? – আপনারা জানেন যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। এই হালনাগাদে ভোটার নিবন্ধনের জন্য ছবি তোলার কয়েকদিনের ভিতরই উক্ত ভোটারের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তার NID নম্বর জানিয়ে দেয়া হচ্ছে এবং উক্ত ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার NID ডাউনলোড করে নিতে পারছে। services.nidw.gov.bd/nid-pub এই সাইটটি ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়।

রবিবার হতে বৃহস্পতিবার ১০৫ নম্বরে অফিস চলাকালীন সময় আপনার স্লীপ নম্বর সরবরাহ এবং অন্যান্য জিজ্ঞাসিত তথ্য প্রদানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিতে পারেন। মনে রাখবেন সকাল ৯টা হতে বিকাল ৫ টার মধ্যে কল করতে হবে। ও হ্যাঁ আরও একটি কথা এই নম্বরে যতক্ষণই কথা বলেন না কেন কোন অর্থ আপনার মোবাইল হতে চার্জ করা হবে না। অর্থাৎ চার্জ ফি বা কল রেট ফি ছাড়া কথা বলতে পারবেন।

অনলাইনে চোর বাটপার ভরে গেছে। ফেসবুকে অসংখ্য বিজ্ঞাপন পাবেন এবং যারা আপনাকে ইনবক্সে নক করতে পারে যে, টাকার বিনিময়ে এক মিনিটে কাজটি করে দিবেন। অনুগ্রহ করে তাদের দ্বারস্থ হবে না না। আপনি ১০৫ এ কল করুন অথবা NID<Space> Form Number <Date of Birth as DD-MM-YY> লিখে ১০৫ নম্বরে ম্যাসেজ করেও এনআইডি নম্বর পেতে পারেন। যদি আপনার আইডি বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য এখনও অনুমোদন না হয়ে থাকে তবে আপনি অপেক্ষা করুন। NID Number by SMS । মোবাইলে ম্যাসেজ করে আইডি কার্ড নম্বর বের করার নিয়ম ২০২২

জি হ্যাঁ তারপরও যদি আপনার মনে হয় নির্বাচন কমিশন অফিসের কারও সাথে যোগযোগ করে আপনি এনআইডি নম্বরটি বের করবেন। তবে আপনি সৌমেন বিশ্বাস ছন্দ এর ফেসবুক আইডিতে ক্লিক করে আপনি ম্যাসেজ করে চেষ্টা করে দেখতে পারেন। আমার জানা মতে তিনি বিনা পয়সা এ সংক্রান্ত সাহায্য করে থাকেন। তবুও আমি ডিসক্লেমার ঘোষণা করছি যে তিনি আমার অপরিচিত এবং তিনি আমাকে এ সংক্রান্ত কোন ঘোষণা দিতে বলেন নি। ফেসবুক আইডি: https:// www. facebook. com /saumen. biswas. chhanda

নতুন ভোটার হয়েছেন এনআইডি নম্বর জানতে চান? / ঘরে বসে কি এনআইডি নম্বর জানা যাবে?

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে….আপনি সবেমাত্র ভোটার হয়েছেন যদি ব্যাপারটি এমন হয় তবে আপনি আপনার তথ্য অনুমোদন বা Approved হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার মোবাইলে অবশ্যই মেসেজ আসবে এবং সেখানে এনআইডি নম্বর পাবেন।

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে

ছবি তুলেছেন এবং ফিংগার, সিগনেচার করেছেন? এখন শুধুমাত্র এনআইডি পাওয়ার অপেক্ষা? এই ফরম নম্বরের কোনো ডাটা এখনো সার্ভারে আপলোড করা হয়নি। ঠিক যারা কেবলই নিবন্ধন শেষ করেছেন তারা অপেক্ষা করুন।

অনলাইন হতে যেভাবে ফর্ম নম্বর দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন।

  1. প্রথমে আপনি অ্যাকাউন্ট রেজিস্টার এই লিকে গিয়ে ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট করুন। (আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন)
  2. মোবাইল নম্বর দিন। ভেরিফিকেশন শেষ করুন। (মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড প্রদান করুন)
  3. আপনার Android মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করুন এবং মুখমণ্ডল যাচাই (Face Verification) করে আপনার প্রোফাইলে লগইন করুন।
  4. পাসওয়ার্ড সেট করুন এবং পুনরায় লগিন করুন।
  5. ডাউনলোড মেন্যুতে ক্লিক করুন। ডাউনলোড হয়ে যাবে।

যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং সার্ভারে আপনার তথ্য আপলোড না হয়ে থাকে তবে নিচের মত মেসেজ দেখাবে।

সার্ভারে এনআইডি পাওয়া যায় নি

“জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর/ জন্ম তারিখ ভুল দিয়েছেন” এটি মানেই হচ্ছে তথ্য এখনও আপলোড বা এন্ট্রি করা হয়নি অথবা অনুমোদন করা হয়নি।

এসএমএস দিয়ে কি এনআইডি নম্বর বা ভোটার আইডি নম্বর জানা যাবে?

হ্যাঁ যাবে। ব্যাপারটি খুব সহজ আপনি প্রথমে মোবাইলের ম্যাসজ অপশনে যান। অতপর ম্যাসেজ অপশনে গিয়ে NID <Space> Form Number <Date of Birth as DD-MM-YY> লিখে ১০৫ নম্বরে ম্যাসেজ করুন। ফিরতে ম্যাসেজে আপনার এনআইডি নম্বর আসবে। NID Number by SMS । মোবাইলে ম্যাসেজ করে আইডি কার্ড নম্বর বের করার নিয়ম ২০২২

প্রশ্ন: ভোটার আইডি হারিয়ে গেছে সেটি ডাউনলোড করা যাবে?

উত্তর: হ্যাঁ। আপনি উপরোক্ত নিয়মে লগিন করে ডাউনলোড করতে পারবেন।

প্রশ্ন: লগিন করেছি কিন্তু ডাউনলোড হচ্ছে না?

উত্তর: দেখাচ্ছে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে? আপনি যে কোন একটি তথ্য ২৪৫ টাকা ফি দিয়ে সংশোধন করুন। অনলাইনেই সংশোধন হবে এবং অতপর ডাউনলোড করা যাবে।