ভূয়া আইডি কার্ড শনাক্ত করার উপায়

Nid card Services nidw gov bd । আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check

আইডি কার্ডের কপি কেউ জমা দিলে তা এখন অনলাইনেই চেক করতে পারবেন। অরিজিনাল আইডি কার্ড ছাড়াও নিতে পারেন ফটোকপি নির্দিধায়। আপনি ফটোকপি নিয়ে অনলাইনে চেক করতে পারেন জাতীয় পরিচয়পত্রটি ভূয়া কিনা। বর্তমানে জাতীয় পরিচয়পত্র অনলাইনে চেক করা যায় বিধায় নকল বা ভুয়া আইডি কার্ড সহজেই শনাক্ত করা যায়।

কিভাবে ভুয়া আইডি কার্ড শনাক্ত করবেন?

ভূয়া এনআইডি কার্ড শনাক্ত করতে হলে services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে গিয়ে আপনি এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা এন্ট্রি করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই স্মার্ট কার্ড স্ট্যাটাস হিসেবে কিছু তথ্য দেখাবে এবং এ থেকে আপনি ফটোকপির সাথে মিলিয়ে দেখতে পারবেন যে, জাতীয় পরিচয়পত্রটি ভূয়া নাকি সঠিক। NID correction । ঘরে বসে অনলাইনে NID কার্ড সংশোধন করুন

জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম

চেক করার লিংকে services.nidw.gov.bd/nid-pub/card-status গিয়ে উপরের চিত্রের মত করে তথ্য গুলো দিয়ে সাবমিট ক্লিক করুন। নিচের চিত্রের মত তথ্য দেখাবে। যদি ভূয়া এনআইডি হয় তবে কোন তথ্য দেখাবে না। দেখালেও ফটোকপি আইডি’র সাথে কোন পাবেন না।

এনআইডি তথ্য

ক্যাপশন: স্মার্ট কার্ড কোন অবস্থায় আছে তাও এভাবেই চেক করা যায়। তাই এখন ভূয়া ব্যক্তি সনাক্ত সহজ।

এসএমএস এর মাধ্যমেও আপনি স্মার্ট প্রাপ্তির তথ্য চেক করতে পারেন

আপনার কাছে ইতিমধ্যে ১০ কিংবা ১৭ ডিজিটের ভোটার আইডি কার্ড থাকলে smart card check করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC<স্পেস>NID<স্পেস>ভোটার আইডি কার্ড নাম্বার লিখে ১০৫ নাম্বারে সেন্ড করুন (উদাহরণ: SC NID 8825111111)। এছাড়া নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়েও স্মার্ট আইডি কার্ড হয়েছে কি না, জানতে পারবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার উপায় ২০২২

NID card check বাংলাদেশ । ভোটার এরিয়া ও স্মার্ট কার্ড বিতরণ ঠিকানা দেখে নিন।

92 comments

    1. আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় ভোটার হালনাগাদ এর কাজ চলতেছে। এখানে উপজেলা কতৃক যে ফরম দেওয়া হয়ছিলো তা খুব কম তাই অনলাইনে আবেদন করতে বলা হয়ছিলো আর আমরা তাই করেছি। কিন্তু এখন যারা অপ্ললাইন ফরম নিছে তারা ছবি তুলতে পারতেছে আর আমরা যারা অনলাইনে আবেদন করছি তার কোনো ছবি তোলার নাম গন্ধ পাচ্ছি নাহ।।।ম্যাম এর সামাধান কী?

      1. প্রিন্ট কপি জমা দিবেন। সেক্ষেত্রে তো দেরি হওয়ার কথা না।

      2. আমি ফিঙ্গার দিয়েছি আমার কাড কি অনলাইনে পাবো

        1. পেতে পারেন। তথ্য আপলোড হয়ে থাকলে পাবেন। চেক করে দেখুন অনুগ্রহ করে।

    2. স্লিপ পেয়েছি আর ইসি থেকে আমার আইডি নাম্বার মেসেজ করে জানিয়েছে এখন কোথায় থেকে আইডি কার্ড সংগ্রহ করবো?

        1. Amii slip and EC theke sms peyechi. Ei link e regester korte giyechi but hocche na. What should I do?

    3. আসসালামু আলাইকুম
      আমাদের এলাকায় ৩০ জুলাই ২০২২ এ ছবি এবং ফ্রম জমা দেই…কিছু দিন পর থেকে আমার অনেক বন্ধুদের ফোন এ মেসেজ আসছে আমরা একসাথেই জমা দিছিলাম…আজ ২১ আগস্ট ২০২২ এখনো আমি সহ আরো অনেকের মেসেজ আসে নাই কেনো?? বুজলামনা বিষয়টা

      1. তথ্যগুলো সার্ভারে আপলোড হয়নি অথবা আপলোড হইছে ভেরিফিকেশন হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন। পোস্ট দেওয়া লিংক হতে চেক করেছেন তো? যদি কোন তথ্যই না দেখায় এবং “জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর / জন্মতারিখ ভুল দিয়েছেন” এই মেসেজ দেখালে বুঝবেন তথ্য এন্ট্রি হয়নি এখনও।

        1. আমি ২১/০৭/২০২২ এ ছবি এবং ফ্রম জমা দিয়েছি আরো আমার বন্ধু রাও দিছে সবার কাছে এসএমএস আইছে আমার কাছে আসি নাই কেন

          1. অপেক্ষা করুন। আপনারও মেসেজ আসবে। আগামী ১৫ দিনের মধ্যে যদি না আসে তবে স্থানীয় নির্বাচন কমিশনের অফিসে যোগযোগ করুন। তথ্য ঘাটতি থাকতে পারে।

          1. ঐ উপজেলার জনসংখ্যা কি পরিমান নতুন অর্ন্তভুক্ত হল তার উপর নির্ভর করছে। ১-২ মাসও লেগে যায়।

          2. প্রিয় আবেদনকারী, আপনার আবেদনটি (NIDFN110795090) গ্রহণ করা হলো না। – ইসি, বাংলাদেশ।
            ম্যাম এর মানে কি আমার কি আইডি কার্ড হয়নি।না কিছু ভুল হয়েছ।আমার সব ঠিক আছে তাও এইটা দেখাচ্ছে কেন

          3. প্রিয় আবেদনকারী, আপনার আবেদনটি (NIDFN110795090) গ্রহণ করা হলো না। – ইসি, বাংলাদেশ।bujlam na

          4. আবেদনে ত্রুটি আছে। কাগজপত্র ঠিক ঠাক জমা হয়নি। ম্যানুয়াল হলে খোজ নিন।

    4. আসসালামু আলাইকুম আমি ২০০৭ সালে ভোটার আইডি কার্ড করেছি কিন্তুু এখনো স্মার্ট কার্ড পাইনি। এখন কি করোনিও একটু জানলে উপকৃত হইতাম।

      1. বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ বা প্রিন্টিং বন্ধ আছে। জানুয়ারি-ফেব্রুয়ারি হতে আবার শুরু হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

    5. sir আসসালামু আলাইকুম আমার এন আইডি কাডের জন্য আমি ফরম জমা দিয়ে ছবি তুলেছি ফিংগার দিয়েছিলাম গত ০২/০৩/২২২
      কিন্তু আমার এন আইডি এখনো অনলাইনে আসেনি ,স্যার আমাকে কিছু ইনফরমেশন দিলে খুব উপকৃত হবো

      1. ডিসেম্বরে সব এন্ট্রি শেষ করবে। জানুয়ারিতেই খসড়া প্রকাশ করবে। অনুগ্রহ করে আর একটু অপেক্ষা করুন।

    1. নিউ এ আই ডি আবেদন করছি পারে অনলাইন পিন্ট কপি + যে কাগজ পাতি লাগে উপজেলায় জমানিলো না কেন
      plz ans me

      1. সমস্ত কাগজপত্র সহ জমা দিন অবশ্যই জমা নিবে। না নিলে ১০৫ এ কল করে অভিযোগ করুন।

        1. চলতি জুন মাসের যে ভোটার হালনাগাদ করে এই মাসেই ২০ তারিখ ছবি তুলেছে এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক নিয়েছে, এই ভোটারদের কি স্মার্ট কাড দিবে নাকি আগের মত নরমাল কাড দিবে জানতে চাচ্ছি।
          আর এদের এন আইডি কার্ড কবে লাগাদ পাওয়া যাবে।

          1. অনলাইনে এখনই ডাউনলোড করা যাচ্ছে। স্মার্ট কার্ড দিবে কিন্তু দেরি হবে।

        2. আমি ছবি তুলছি ফিঙ্গার দিছি আজ ৩৫ দিন এর বেশি হয়ে গেল কোন মেসেজ আসি নায় নিবাচন অফিসে ৪থেকে ৫ দিন ঘুরলাম কোন কাজ হচ্ছে না আমার এন আই ডি কাড টা খুব দরকার আমি পাসপোর্ট করতে দিবো সার পিলিজ দেখেন না একটু আপনাদের পায়ে পরি কাড টা যেই ভাবে হয় বের করে দেন

          1. ৯০ দিন পর্যন্ত সময় লাগে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। যদি ইমার্জেন্সি হয়, তবে অবশ্যই নির্বাচন কমিশনে যোগাযোগ করতে হবে।

  1. আমি ২০০১৩ smart card করি সাভার উপজেলা আমার এখনও দেইনি অনেক ঘুরাইতেছে id no 9128813319

    1. uid নাকি NID? যদি পুরাতন ভোটার হয়ে থাকেন খুজে পাবে না কেন? নতুন ভোটার হলে একটু অপেক্ষা করুন।

  2. 18/06/2022 তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভোটার এন্ট্রির কাজ সম্পন্ন করেছি। এখন আমি অনলাইন কপি কত দিনের মধ্যে পাবো?
    অনুগ্রহ করে বলুন।

        1. আমি 28.6.2022সালে আমি নিবন্ধন হয়েছি। কিন্তু আমি এখন এমন আই ডি কার্ড কখন পাবো।আর কি ভাবে তা বাহির করবি।একটু বললে ভালো হতো।

          1. যদি স্লিপ পেয়ে থাকেন তবে অনলাইনে লগিন করে ডাউনলোড করতে পারবেন।

        1. আবেদেনের ১-৬ মাস পর্যন্ত সময় লাগে। অনুগ্রহ করে হার্ড কপি নিয়ে যোগযোগ করুন।

      1. অনলাইনে কি করে দেখবো দয়া করে জানাবেন

      2. আমার স্লিপ আছে কিন্তু লগিন করতে পারছি না।আমি নিবন্ধন করেছি।অন্য সবার SMS আসলেও আমার আসেনি এখনও
        আমি এখন কি করব?

        1. অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে আপু। মেসেজ আসুক বা না আসুক কিছুদিন পর পর ট্রাই করুন।

          1. বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সারা দেশেচ চলমান রয়েছে। মাঝে মধ্যেই অনলাইনে চেক করুন।

        1. নতুন ভোটার হয়ে থাকলে একটু অপেক্ষা করতে হবে। এনআইডি নম্বর পেতে ১০৫ এ কল করে দেখতে পারেন।

        2. আমার NID no. 1513614600। ২০১৯ সালে ভোটারের আবেদন করে ফিঙ্গার ফ্রিন্ট ও দিয়েছিলাম।ফিঙ্গার প্রিন্ট দুইবার দেওয়ার কারণে match found সমস্যা হয় যার কারণে অনলাইনে ও আসেনি এখন পর্যন্ত তবে NID নাম্বার দিয়ে sim রেজিস্ট্রেশন করা যায়। Nid টা কিভাবে ঠিক করবো। দয়া করে সাহায্য করুন।

          1. বর্তমানে ডুপ্লিকেট এনআইডি বা ফিঙ্গার সমস্যা সমাধান করা হচ্ছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে যোগযোগ করুন।

      3. আমি ২৬-৮-২০২২ এ ছবি তুলেছি।
        কিন্তু এখনো এসএমএস পাই নি।
        আমার অনেক বন্ধুরা আমার সাথে ছবি তুলেছে তারা পেয়েছে। আমি কবে পাবো।

        1. এখনও সার্ভার তথ্য ভেরিফাই করে আপলোড করা হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন। অন্যথায় সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

  3. Assalamualaikum , Ami new NID card r jonno apply korci , akhon Ami NID card download Korte chaiteci but parteci na, amr jonmo sal diye login Kortece vul dekhaitece, akhon upay ki ??

  4. আমার আব্বুর NID CARD হারিয়ে গেছে।
    nid number এবং Birth date আছে।
    এখন বের করার উপায় কী??

    1. ফটোকপি থাকলে সেটিই যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। মূল কপি প্রয়োজন পড়ে না এখন। যদি ফটোকপিও না থাকে তবে অনলাইন হতে ডাউনলোড করতে পারেন। যদি ডাউনলোড এ কিছু না পান তবে কোন তথ্য সংশোধন করুন ডাউনলোড এ এনআইডি কার্ড পাওয়া যাবে।

  5. Nid এর সম্পূর্ণ তথ্য কিভাবে চেক করতে হয়?
    জাযাকাল্লাহ খাইর

    1. সম্পূর্ণ তথ্য রেজিস্ট্রেশন করে লগিন করলে দেখতে পাবেন। যে কোন বা অন্যের আইডি’র সম্পূর্ণ তথ্য দেখা এই মুহুর্তে বন্ধ আছে।

  6. আমি আজকে এন আইডির সকল তথ্য জমা দিয়ে আসলাম, কত দিন সময় লাগতে পারে অনলাইনে আমার এন আইডি আসতে?

  7. আমি ৩মাস আগে ছবি ফিঙ্গার দিয়ে সম্পন্ন করছি,, কিন্তু এখনো অনলাইনে আসে নাই কেন

  8. আমার NID মাতা পিতার নামের শেষ অংশ ভুল এসেছে, এখন পিতা মাতার নাম সংশোধন করার জন্য কি কি ডুকুমেন্ট লাগবে ।

    1. পিতা মাতার এনআইডি বা জন্ম নিবন্ধন প্রমানক হিসেবে আপলোড দিতে হবে।

  9. আমার স্লিপ আছে কিন্তু লগিন করতে পারছি না।আমি নিবন্ধন করেছি।অন্য সবার SMS আসলেও আমার আসেনি এখনও আমি এখন কি করব?

  10. আমার স্লিপ আছে কিন্তু লগিন করতে পারছি না।আমি নিবন্ধন করেছি।অন্য সবার SMS আসলেও আমার আসেনি এখনও আমি এখন কি করব? তাছাড়া আমি sms এ আমার এনআইডি কাডের নাম্বার জানতে চাওয়ার পরেঃ (Internal error. please try again lette) রিপ্লাই আসে।আর ১০৫ এ কল দিলে বলেঃএই নাম্বারটি এখন ব্যাবহার হচ্ছে না।

    1. অনুগ্রহ করে পরে ট্রাই করুন। যেহেতু সার্ভারে রেজি করতে পারছেন না। এখনও আপনার তথ্য আপলোড হয়নি।

  11. 30জুলাই ২০২২ আমার এলাকায় ভোটার হালনাগাদ নিয়েছে আমি ছবি সহ সব কিছু করেছি।
    কিন্তু আজ ২৯অগাস্ট কোনো মেসেজ আসে নাই।
    আর রেজিস্ট্রেশন করতে গেলে দেখায় ফরম বা জন্মতারিখ ভুল।
    আসলে আমি তো ভুল দেই নি।
    এখন আমি কি করতে পারি??

    1. ডিসেম্বরের মধ্যে সব এন্ট্রি হবে। আপনি ভুল দেননি মূল্য তথ্য ভেরিফাই করে সার্ভারে আপলোড হয়নি তাই ভুল বলছে। আসলে সার্ভারের তথ্যের সাথে ম্যাচ হচ্ছে না।

  12. আসসালামুআলাইকুম। স্যার, আমি নতুন ভোটার হয়েছি।আমি আমার ভোটার আইডি কার্ড অনলাইন কপি তুলতেচাই কিন্তু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ি ঠিকানা ভুলে গেছি। তাই অনলাইন কপি তুলতে পারছিনা! স্যার, আমি আমার অনলাইন কপি কীভাবে তুলতে পারি?

    1. এক্ষেত্রে অনুগ্রহ করে নির্বাচন কমিশন অফিসে যান। তারা প্রিন্ট করে দিবে।

  13. আমি ২০১৬ সালে এনআইডি কার্ডের জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছিলাম। ১০৫ এ আইডি কার্ডের নাম্বারের ফোন করেছিলাম।ওনারা বলছে আমার আইডি কার্ডের নাম্বার লাগবেনা, আমি যদি স্লিপ নিয়ে নির্বাচন অফিসে যাই তাহলে ওনারা আমার ফিংগার প্রিন্ট নিয়ে আমার আইডি সনাক্ত করে আমাকে আইডি কার্ড প্রদান করবে। নির্বাচন অফিসে গেলে ওনারা বলে আমাকে যেই স্লিপ বা ফরম নাম্বার দেওয়া হয়েছে সেটা ভুল এবং সার্ভারে আমার কোনো রেকর্ড বা তথ্য নেই। এখন আমি কি করবো এবং কিভাবে আমার আইডি কার্ড সংগ্রহ করবো?

    1. হয়তো রেজিস্ট্রেশন হয়নি। আপনি পুন:রায় অনলাইনে আবেদন করে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।

  14. আসসালামু আলাইকুম আমি ২১-০৮-২০২২ তারিখ ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েসি।আমার সাথের অনেকেরই ভোটার আইডি কার্ড উত্তোলনের মেসেজ চলে আসছে। কিন্তু আমারটা এখনো আসছে না। আমি এনআইডি কার্ড সার্ভারে ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করছি কিন্তু তারপরও ফর্ম এবং বস ভুল বলতেছে। এখন আমি কি করতে পারি। এবং কিভাবে আমার ভোটার আইডি কার্ড উত্তোলন করতে পারব।

    1. অনুগ্রহ করে আরও একমাস দেখুন। তাতেও যদি না আসে তবে নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন।

  15. আমি আমার একাউন্ট রেজিস্ট্রার করতে গিয়ে সেখানে ফরম নাম্বার ভুল বলছে কেন?

    1. আপনার তথ্য সার্ভারে এখনও অনুমোদন পায়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *